এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজনীতি থেকে বিদায় নিয়ে কেমন আছেন বাবুল সুপ্রিয়? নিজেই জানালেন সে কথা

রাজনীতি থেকে বিদায় নিয়ে কেমন আছেন বাবুল সুপ্রিয়? নিজেই জানালেন সে কথা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সাম্প্রতিককালে বাবুল সুপ্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণের কথা প্রকাশ্যে এনেছেন। আর তাই নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কার্যত বাবুলের এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ কি তার অনুসন্ধানে লেগে পড়েছে সংবাদমাধ্যম। অন্যদিকে একের পর এক প্রতিক্রিয়া আসছে রাজনৈতিক হেভিওয়েটদের কাছ থেকে। এই অবস্থায় বাবুল সুপ্রিয়র সঙ্গে কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর অনুরোধে আপাতত বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ পদ ছাড়ছেন না। কিন্তু রাজনীতি থেকে পুরোপুরি সন্ন্যাস নিয়ে নিয়েছেন এবং সেখান থেকে তিনি কোনো শর্তেই আর ফিরতে রাজি নন বলে জানা গিয়েছে।

কেমন কাটছে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার পর বাবুলের দিনগুলি? এই পরিস্থিতিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় নিজেই ফেসবুক পোষ্টের মাধ্যমে জানিয়েছেন, তাঁর একা সময় কাটাতে খুবই ভালো লাগে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অস্বাভাবিক রকম নিজেকে একা লাগছে। তবে পাশাপাশি তিনি বুঝিয়ে দিয়েছেন তাঁর বক্তব্যের মাধ্যমে রাজনীতিতে তিনি আর ফিরে যাবেন না। ঠিক এক সপ্তাহ আগে ফেসবুক পোস্টের মাধ্যমেই বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়ার কথা জানিয়েছিলেন। একই সাথে তিনি সাংসদ পদ ত্যাগ করার কথাও বলেন। কিন্তু তারপর সিদ্ধান্ত বদলান। কার্যত জনপ্রতিনিধি হিসেবে তিনি যে দায়িত্ব নিয়েছেন, তা শেষ হতে এখনো দুবছর বাকি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই ততদিন পর্যন্ত বাবুল সুপ্রিয় সাংসদ পদেই থাকবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে বাবুল সুপ্রিয় শনিবারের ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁর মায়ের কথাই বেশি বলেছেন। প্রসঙ্গত বাবুলের মা গত ডিসেম্বরে প্রয়াত হয়েছেন। মায়ের কথা বলতে গিয়ে বাবুল সুপ্রিয় এদিন জানিয়েছেন, তাঁর মা তাঁর সমস্ত পোস্ট ধরে ধরে শেয়ার করতেন, আর সে কথা তিনি এখন জানতে পারছেন। কার্যত রাজ্য বিজেপির একাংশের দাবি, সচেতনভাবেই বাবুল তাঁর পোস্ট মায়ের হাত দিয়ে শেয়ার হওয়ার প্রসঙ্গ উল্লেখ করেছেন।

কার্যত বাবুলের রাজনীতি ছাড়ার সাথে সাথে গুঞ্জন শুরু হয়েছিল তাঁর দলবদল নিয়ে। আসানসোলের বিজেপি সাংসদ এক্ষেত্রেও সবাইকে নিরাশ করে জানিয়ে দিয়েছেন তিনি রাজনীতির ছাড়লেও আগাগোড়া গেরুয়া শিবিরে থাকবেন। তবে যেভাবে তিনি তাঁর একাকীত্ব প্রকাশ করেছেন ফেসবুকে, তাতে কেউ কেউ মনে করছেন এই একাকিত্বের কষ্ট বাবুল সহ্য করতে না পেরে হয়তো আবারও ফিরে আসবেন রাজনীতির আঙিনায়। তবে অনুমান কতটা সত্যি হয়, তা জানতে গেলে বাবুলের গতিবিধির ওপর নজর রাখতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!