এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজনীতি থেকে ইতি টানবেন প্রাক্তন মন্ত্রী? অবসরের জল্পনা বাড়ালেন তৃণমূলের এই হেভিওয়েট !

রাজনীতি থেকে ইতি টানবেন প্রাক্তন মন্ত্রী? অবসরের জল্পনা বাড়ালেন তৃণমূলের এই হেভিওয়েট !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি তৃণমূলের হেভিওয়েট  বিধায়ক তাপস রায় রাজনীতি থেকে অবসর নেওয়ার প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন যার পরে রাজ্য রাজনীতিতে শোরগোল পরেছিল আর এরই মধ্যে রাজনীতি থেকে অবসর প্রসঙ্গে জল্পনা বাড়িয়ে মদন মিত্রের গলায়ও শোনা গেল সেই একই সুর ।প্রসঙ্গ উল্লেখ্য যে এদিন এক সাক্ষাৎকারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের গলায় শোনা গেলো তাঁর রাজনৈতিক কেরিয়ারে অবসরের ভাবনা । 

এদিন মদন মিত্র অবসরের জল্পনা বাড়িয়ে জানান ২৬শের পর কি করবেন তা নিয়ে ভাবতে হবে ।স্বভাবত এদিনের এই মন্তব্যে প্রাক্তন মন্ত্রী ২৬শের পর রাজনীতি থেকে ইতি টানবেন কিনা সে বিষয় জো্র জল্পনা পড়েছে রাজ্য রাজনীতিতে । এদিন মদন মিত্রের কথায় জানা গেল “আপাতত ২০২৬ অবধি বিধায়ক আছি। ২০২৬-এর পর আর ভোটে দাঁড়াব কিনা ভাবতে হবে। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। বয়সের ভার হয়ে যাচ্ছে”।

এর পাশাপাশি তিনি আরো জানান  ”সকলকেই ভাবতে হবে যে আর দাঁড়ানো উচিত কি না। অন্য কারো দাঁড়ানো উচিত কি না। আমার থেকে ভাল আর কেউ আছে কি না। আমি বিধানসভায় গিয়ে অনেককেই বলতে শুনেছি উনি ১১ বারের বিধায়ক। আমার খারাপ লাগে। সেটা না করে ছেলে, নাতি এঁদের সুযোগ দিলে ভাল হত। এটা মেসি বলবে না। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে। নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি। যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক। রোদন ভরা এ বসন্তের গান গাইতে যাইনি। আশি কেজি ওজন হয়ে গেছে। এটা ঠিক নয়। অনেক দিন তো হল।” স্বভাবত এদিনের এই মন্তব্যের পর মদন মিত্র হয়তো ২৬শের পর রাজনীতি থেকে অবসরের পথ অবলম্বন করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।তবে সব মিলয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের ।  

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!