এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজনীতি থেকে কেন দূরে সরে যাবার ঘোষণা বাবুল সুপ্রিয়র? কারণটি খোলসা করলেন অনুব্রত মণ্ডল

রাজনীতি থেকে কেন দূরে সরে যাবার ঘোষণা বাবুল সুপ্রিয়র? কারণটি খোলসা করলেন অনুব্রত মণ্ডল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বিকেলে ফেসবুক পোস্টের মাধ্যমে রাজনীতি থেকে বিদায় ঘোষণা করলেন বাবুল সুপ্রিয়। নিজের সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন তিনি। কেন তিনি এমন পদক্ষেপ গ্রহণ করলেন? তার কারণ ব্যাখ্যা করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এ প্রসঙ্গে তিনি জানালেন, বিধানসভা নির্বাচনে একজন সাংসদকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর কারণেই তাঁর মন ভেঙে গেছে। তিনি দাবি করেছেন, প্রথম থেকেই বিজেপিতে ছিলেন বাবুল সুপ্রীয়। কিন্তু বিজেপি তাঁকে যোগ্য সম্মান দেয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানান, দুবারের সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। এভাবে তাঁর মন্ত্রিত্ব কেড়ে নেওয়া ঠিক হয়নি। হয়তো বাঙালি বলেই এমন করা হয়েছে তাঁর সঙ্গে। বাবুল সুপ্রিয়কে ‘ভালো ছেলে’ বলেও সম্বোধন করলেন তিনি। তাঁর রাজনৈতিক ক্ষেত্রে থেকে বিদায় নেওয়ার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন তিনি। অনুব্রত মণ্ডল জানান, বাবুল সুপ্রিয় ছিলেন মন্ত্রী, কর্মী হিসেবেও ছিলেন ভালো লোক।

মন্ত্রীত্ব চলে যাওয়ায় স্বাভাবিক ভাবেই দুঃখ হয়েছে তাঁর। তিনি জানান, শুভেন্দু অধিকারীর কারণে বিজেপি থেকে একের পর এক নেতা ছেড়ে চলে যাচ্ছেন। তাঁর কারণেই বাবুল সুপ্রিয়র কপালে এই অন্ধকার নেমে এসেছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পরই তাঁর একাধিক ফেসবুক পোস্টকে ঘিরে নানা জল্পনা বারছিল। দলের সঙ্গে ক্রমশই তাঁর দূরত্ব বাড়ছিল। এরপরেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। এবার, এ বিষয়ে অনুব্রত মণ্ডলের বক্তব্য নানা জল্পনার সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, এবার কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন তিনি?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!