রাজনীতি থেকে নেবেন সন্ন্যাস, অথচ ধরে রাখবেন সাংসদ পদ, বাবুলের এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ কি? বিজেপি রাজনীতি রাজ্য August 4, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার বিকেলের পর এক বিশেষ ফেসবুক পোস্ট করেছিলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যেখানে রাজনীতি থেকে একেবারে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। সেই সঙ্গে নিজের সাংসদ পদ ছেড়ে দেওয়ার ঘোষণাও করেছিলেন। তাঁর এই ঘোষণা রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল ফেলে দেয়। এরপর তাঁর সঙ্গে বৈঠক হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁদের সঙ্গে সাক্ষাতের পর কিছুটা মন বদলায় বাবুল সুপ্রিয়র। এরপর তিনি জানান যে, নিজের সিদ্ধান্তে অনড় তিনি। একবার যেহেতু ঘোষণা করেছেন, তাই তিনি আর রাজনীতি করবেন না। তবে, দলের শীর্ষ নেতৃত্বের ভালোবাসার কারণে আপাতত সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন না। সাংসদ পদে থেকে অরাজনৈতিকভাবে নিজের কাজ চালিয়ে যাবেন তিনি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এবিষয়ে তিনি আবার জানিয়েছেন যে, অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করছেন না। তিনি আগামী দিনে সাংসদ পদে থেকে অরাজনৈতিক ভাবে নিজের কাজকর্ম চালাবেন। কোন রাজনৈতিক দলের পতাকার নিচে তিনি আর থাকতে ইচ্ছুক নন। সাংসদের জন্য বরাদ্দ করা আবাসন ও নিরাপত্তা ছেড়ে দিচ্ছেন তিনি। কোন দলের পতাকার নিচে আর তাঁকে দেখা যাবে না। তবে সাংসদ পদ ছাড়ছেন না। কারণ আসানসোলের মানুষ তাঁকে ভোট দিয়ে জিতিয়ে এনেছেন। এখনো এলাকার বহু উন্নয়নমূলক প্রকল্পের কাজ বাকি পরে আছে। মানুষের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করবেন না। তাঁর রোজগার অত্যন্ত কম। তাই সাংসদ হিসেবে যেটুকু মাইনে তাঁর প্রাপ্য, সেটা তিনি নেবেন। এককথায়, ধরি মাছ না ছুঁই পানির মতো সিদ্ধান্ত নিতে চলেছেন বাবুল সুপ্রিয়। দলের সাংসদ থেকে রাজনীতি থেকে কিভাবে সন্ন্যাস নেওয়া যায়? দুটো কি কখনো একসঙ্গে চলতে পারে? উঠেছে প্রশ্ন। অনেকে মনে করছেন, দলের শীর্ষ নেতৃত্বের অনুরোধের কারণেই সাংসদ পদ ধরে রাখতে চাইছেন বাবুল সুপ্রিয়। কারণ তিনি সাংসদ পদ ছেড়ে দিলে, সেখানে হবে উপনির্বাচন। উপ নির্বাচনে এই আসন ধরে রাখা বিজেপির পক্ষে সহজ হবে না। এ কথা বুঝতে পারছেন দলের শীর্ষ নেতৃত্ব। তাই তাঁকেও বিষয়টি বোঝানো হয়েছে। এ কারণেই সাংসদ পদ ধরে রাখছেন বাবুল সুপ্রিয়। অনেকে মনে করছেন, দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর কিছুটা ক্ষোভ দূর হয়ে থাকতে পারে বাবুল সুপ্রিয়র। মানভঞ্জন হবার কারণেই সাংসদ পদ ধরে রাখতে ইচ্ছুক হয়েছেন তিনি। আপনার মতামত জানান -