এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজনীতির অলিন্দে করোনা হানা, পরিস্থিতি সামাল দিতে অস্ত্র হোম কোয়ারেন্টাইন

রাজনীতির অলিন্দে করোনা হানা, পরিস্থিতি সামাল দিতে অস্ত্র হোম কোয়ারেন্টাইন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন দেশের মধ্যে করোনা পরিস্থিতির নিরিখে ভারতের অবস্থা যে রীতিমত ভয়ংকর তা নিয়ে এইমুহুর্তে সবাই ওয়াকিবহাল। এই মুহূর্তে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা যেরকম দিন দিন বেড়ে চলেছে, ঠিক সেভাবেই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। যার ফলে সাধারণ মানুষের আতঙ্ক চতুরগুণ হারে বেড়ে চলেছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে করণা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন শুরু হলেও তা যে আদৌ ফলপ্রসূ হয়নি তা এই মুহূর্তে স্পষ্ট অনেকটাই।

অন্যদিকে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা বর্তমানে যেভাবে করোনা আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে চিন্তিত সব মহল। সম্প্রতি কর্ণাটক সরকারের মুখ্যমন্ত্রীর দপ্তরের এক আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে ঝাড়খণ্ডের এক মন্ত্রী করোনা সংক্রামিত। এই অবস্থায় রাজনৈতিক কর্তাব্যক্তিরা ঘরে থাকার সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানা যাচ্ছে। যেমন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এবার  নিজের সরকারি বাসভবন থেকেই যাবতীয় প্রশাসনিক কাজকর্ম করবেন।

কারণ, তাঁরই দপ্তরের এক আধিকারিক সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই নিজের সমস্ত বৈঠক বাতিল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বলে জানা গেছে। ভিডিও কলের মাধ্যমে প্রশাসনিক বৈঠক চলছে তাঁর নিজস্ব বাসভবন থেকে। শুধু তাই নয়, করোনা পরিস্থিতির মোকাবিলাতেও ভিডিও কলের দ্বারাই আলাপ আলোচনা চলছে বলে খবর। শুক্রবার টুইট করে মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা প্রশাসনিক দপ্তর না খোলার ব্যাপারটি পরিষ্কার করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা দপ্তরের কোন কর্মী আর আসবেন না। অন্যদিকে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সম্প্রতি দেখা করেন রাজ্যের মন্ত্রী মিথিলেশ ঠাকুরের সঙ্গে। এবং তারপরেই জানা যায়, মন্ত্রী মিথিলেশ ঠাকুর করোনা পজিটিভ। খবর পেয়ে সাথে সাথেই ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন বলে খবর। ইতিমধ্যেই তাঁর বাসভবনে সাধারণের প্রবেশ নিষিদ্ধ হয়েছে। অন্যদিকে জানা গেছে, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনসহ মুখ্যমন্ত্রী দপ্তরের সমস্ত কর্মীরা এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে।

বুধবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের করোনা টেস্ট হয় বলে খবর। কিন্তু সেই পরীক্ষার ফল এখনো জানা যায়নি। অন্যদিকে ঝাড়খন্ডের মন্ত্রী মিথিলেশ ঠাকুরের সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার আরেক বিধায়ক মথুরা মাহাতোও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই দুজনের জন্যই আরোগ্য কামনা করেছেন বলে খবর। এই মুহূর্তে করোনা পরিস্থিতি সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে দেশের বিভিন্ন রাজ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে ভারতে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা নিত্যদিন বেড়ে চলেছে, তাতে ভারতের এবার করোনা তালিকার শীর্ষস্থানে যাওয়া সময়ের অপেক্ষা বলে দাবি অনেকের। অন্যদিকে দেশজুড়ে এই মুহূর্তে চলছে করোনার প্রতিষেধক আবিষ্কার নিয়ে তুমুল আলোচনা। তবে জানা গেছে, 2021 এর আগে করোনার প্রতিষেধক হাতে আশা কোনোভাবেই সম্ভব নয়। এই পরিস্থিতিতে বর্তমান অবস্থা সামলাতে কেন্দ্রীয় সরকারসহ বিভিন্ন রাজ্য কি পদক্ষেপ নেয় আগামীদিনে, সেদিকেই এখন লক্ষ্য সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!