এখন পড়ছেন
হোম > রাজনীতি > “রাজনীতির ঊর্ধ্বে উঠুন” শপথগ্রহণের পরই মমতাকে খোঁচা রাজ্যপালের!

“রাজনীতির ঊর্ধ্বে উঠুন” শপথগ্রহণের পরই মমতাকে খোঁচা রাজ্যপালের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। কিছুক্ষণ আগেই রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যে হিংসার ঘটনা ঘটে চলেছে। বিভিন্ন জায়গায় বিরোধীদের ওপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে শপথ নেওয়ার পর সকলের উদ্দেশ্যে শান্তি বজায় রাখার আবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কিছু সময় পরেই এবার নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। অতীতে বারবার রাজ্যপালের সঙ্গে রাজ্যের দ্বন্দ্ব তৈরি হতে দেখা গেছে। কিন্তু ভোটের ফলাফল প্রকাশের পর নতুন সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই হিংসার ঘটনা নিয়ে টুইট করে সরব হয়েছিলেন রাজ্যপাল। শপথ গ্রহণের পর সহযোগিতার বার্তা দিয়েও, রাজ্যের হিংসার ঘটনা নিয়ে রাজনীতির উর্ধ্বে ওঠার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন 10:45 মিনিটে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জাগদীপ ধনকার। আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান তিনি। কিন্তু আশ্চর্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন ছাড়ার সাথে সাথেই ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্তব্য করতে দেখা যায় রাজ্যের সাংবিধানিক প্রধানকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “ভোট পরবর্তী হিংসা মাথাচাড়া দিচ্ছে। রাজনীতির ঊর্ধ্বে উঠুন।” অর্থাৎ নাম না করে নতুন সরকারের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই যে এই বার্তা দিলেন রাজ্যপাল, তা বলার অপেক্ষা রাখে না।

পর্যবেক্ষকরা বলছেন, অতীতে বারবার তৃণমূল সরকারের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হতে দেখা গেছে রাজ্যপালের। তবে বর্তমানে যখন সৌহার্দের পরিবেশ তৈরি হয়েছে এবং রাজ্যপাল তৃতীয় মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণ করালেন, তখন সাথে সাথেই তিনি তার বিরোধিতা করবেন, এমনটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি।

তবে রাজ্যে লাগাতার হিংসার ঘটনা নিয়ে সরব হওয়ার পাশাপাশি রাজনীতির উর্ধ্বে ওঠার বার্তা দিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে খোঁচা দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। যা বর্তমান সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ তৃতীয়বার সরকারে এসে মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যপালের খোঁচার মুখে পড়তে হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!