এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজনীতিতে আবার নতুন মোড়, কংগ্রেস শিবিরে লাগলো বড় ধাক্কা, পাল্লা ভারী কি তৃণমূলের?

রাজনীতিতে আবার নতুন মোড়, কংগ্রেস শিবিরে লাগলো বড় ধাক্কা, পাল্লা ভারী কি তৃণমূলের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জাতীয় রাজনীতিতে যেখানে কংগ্রেস মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জোড়দার প্রস্তুতি নিচ্ছে, সেখানে কংগ্রেস শিবিরে সপ্তাহের শুরুতেই লাগলো বড় ধাক্কা। চিঠি লিখে শিলচরের প্রাক্তন সাংসদ তথা মহিলা কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ প্রখ্যাত রাজনীতিবিদ সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব কংগ্রেস ছেড়ে দিলেন। রীতিমতো চিঠি লিখে তিনি ইস্তফা দিয়েছেন কংগ্রেস পদ থেকে। তবে এবার রাজনীতিতে কোন নৌকায় পা দেবেন সুস্মিতা, তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা।

সূত্রের খবর, সোমবার সুস্মিতা দেব কলকাতায় আসতে চলেছেন এবং তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। অন্যদিকে কংগ্রেসের মহিলা শাখার সভাপতি সুস্মিতা দেবের ইস্তফা প্রদান ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিব্বল। কিন্তু অসম কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা আবার জানিয়েছেন, তিনি এই ইস্তফা প্রদানের বিষয়ে কিছুই জানেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সুস্মিতা তাঁর ইস্তফাপত্র সোজাসুজি দলনেত্রী সোনিয়া গান্ধীর কাছে পাঠিয়েছেন। তিনি তাঁর চিঠিতে তিন দশক ধরে অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে সম্পর্কের অবসান করার কথা জানিয়েছেন। পাশাপাশি এতদিন যাবৎ তাঁর পাশে দলের সমস্ত সতীর্থ নেতা-মন্ত্রীদের থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। রাজনৈতিক মহলে অবশ্য সুস্মিতা দেব হেভিওয়েট কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তাই সেক্ষেত্রে সুস্মিতা দেবের ইস্তফা প্রদান অবাক করেছে সবাইকে।

অন্যদিকে ত্রিপুরার পাশাপাশি আসামেও তৃণমূল চেষ্টা করছে সংগঠন বাড়ানোর। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে যদি আসাম কংগ্রেসের অন্যতম হেভিওয়েট কংগ্রেস নেত্রী তৃণমূলে যোগদান করেন, তা কার্যত তৃণমূল শিবিরের জন্য যে অন্যতম উল্লেখযোগ্য খবর তা নিয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি এতে যে তৃণমূলের সাংগঠনিক শক্তিবৃদ্ধি হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপাতত রাজনীতির জগতে আবারও নতুন কোনো সমীকরণ গড়ে উঠছে কিনা, সেদিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!