এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নেই!’ জিতেন্দ্র তিওয়ারির ফেসবুক পোস্টে জল্পনা!

‘রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নেই!’ জিতেন্দ্র তিওয়ারির ফেসবুক পোস্টে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী যেদিন দলত্যাগ করেছিলেন, সেদিন দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা শোনা গিয়েছিল আসানসোলের তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি গলায়। তবে তার পরবর্তী সময় কালে বিজেপির একাংশ তাকে দলে নেওয়ার ব্যাপারে আপত্তি জানানোর পরই ফের তৃণমূলের ফেরার ইচ্ছা প্রকাশ করেন এই নেতা। যেখানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করে দিদি দুঃখ পেয়েছেন। তাই তার কাছে ক্ষমা চেয়ে নেব বলে জানিয়ে দেন জিতেন্দ্রবাবু।

স্বাভাবিকভাবেই তারপর থেকেই তিনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন বলে দাবি একাংশের। আর এই পরিস্থিতিতে জল্পনাকে বাড়িয়ে দিয়ে বুধবার একটি ফেসবুক পোস্ট করলেন সেই জিতেন্দ্র তিওয়ারি। যার ফলে তার রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, বুধবার ফেসবুকে একটি পোস্ট করেন জিতেন্দ্রবাবু। যেখানে তিনি লেখেন, “রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নেই।” কিন্তু হঠাৎ করে কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন, এখন তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন।

একাংশ বলছেন, জিতেন্দ্র তিওয়ারি এই মন্তব্য করে বুঝিয়ে দিতে চাইলেন যে, তিনি ভবিষ্যতে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। কেননা তৃণমূল কংগ্রেস ছাড়ার পর তিনি বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা বাড়তে শুরু করেছিল। তবে বাবুল সুপ্রিয় থেকে শুরু করে সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পালের মত নেতা নেত্রীরা জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে প্রবেশ নিয়ে আপত্তি জানাতে শুরু করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তী সময়ে সেই জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে মন্তব্যের জন্য সায়ন্তন বসু এবং অগ্নিমিত্রা পালকে শোকজ করা হয় বিজেপির পক্ষ থেকে। আর এই পরিস্থিতিতে “রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নেই” এমন মন্তব্যে নিঃসন্দেহে শোরগোল ফেলে দিলেন আসানসোলের এই হেভিওয়েট নেতা। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়ে কিছু বিজেপি নেতার আপত্তির কারণেই আর তৃণমূল ছাড়েননি জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু ভবিষ্যতে যে তিনি এই কাজ করবেন না, তা তার ফেসবুক পোস্টের পর আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।

কেননা ফুলস্টপ না থাকার কথা বলে তিনি তার ভবিষ্যত পন্থার ব্যাপারে বার্তা দিতে চাইলেন বলেই দাবি করছেন একাংশ। তাহলে কি আগামীদিনে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি, এখন তা নিয়েই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, যদি বিজেপির পক্ষ থেকে তেমনভাবে আপত্তি না আসত, তাহলে তৃণমূলে সক্রিয় হওয়ার কোনো কারণ ছিল না সেই জিতেন্দ্রবাবুর।

কিন্তু বিজেপির একাংশ তাকে দলে নেওয়ার ব্যাপারে আপত্তি করার পরেই তিনি তৃণমূলে সক্রিয় হতে শুরু করেন। তবে যারা আপত্তি করেছিলেন, তাদের দুজনকে বিজেপির পক্ষ থেকে শোকজ করার পরেই জিতেন্দ্র তিওয়ারির এই ধরনের পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই দাবি করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!