এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজনীতিতে পরিবর্তন হতেই পারে! পদ হারাতেই দলীয় কর্মীদের বড়সড় বার্তা হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর

রাজনীতিতে পরিবর্তন হতেই পারে! পদ হারাতেই দলীয় কর্মীদের বড়সড় বার্তা হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন আসছে। আর তার আগে অন্যান্য দলের মতোই তৃণমূল শিবিরেও হল সংগঠন রদবদল। সম্প্রতি ব্যাপক আকারে সাংগঠনিক রদবদল হয় তৃণমূল শিবিরে। আর এই রদবদলের হাত ধরে রাজ্যের অনেক হেভিওয়েট নেতার জায়গা বদল হয়েছে। তার মধ্যে অন্যতম হলেন প্রাক্তন হাওড়া জেলা তৃণমূল সভাপতি অরূপ রায়। এই অরূপ রায়ের বিরুদ্ধেই শাসকদলের অন্যতম হেভিওয়েট নেতা রাজিব ব্যানার্জি সম্প্রতি অভিযোগ তোলেন, অরূপ রায় দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা চালাচ্ছেন।

আর সেই নিয়ে তৃণমূল অন্দরে রীতিমত ঝড় বয়ে যায়। অন্যদিকে রাজনৈতিক মহলেও এই অভিযোগ ঘিরে শুরু হয় তুমুল সমালোচনা। এই অবস্থায় অরূপ রায়কে সরিয়ে হাওড়া জেলার রাজ্য ও জেলা স্তরের সংগঠনে ব্যাপক রদবদল হল সম্প্রতি। হাওড়া জেলা সভাপতি অরূপ রায় এর বদলে এসেছেন লক্ষ্মীরতন শুক্লা। অন্যদিকে অরূপ রায় বর্তমানে হাওড়া জেলা তৃণমূল শিবিরের চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত হয়েছেন। আর এই প্রসঙ্গে সাংবাদিকদের সামনে অরূপ রায় জানান, দলের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন এবং ভবিষ্যতে তিনি দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে যাবেন।

অন্যদিকে লক্ষ্মীরতন শুক্লাকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিশেষ কিছু বলেননি। উপরন্তু তিনি জানান, 2021 এর নির্বাচনকে সাফল্যমন্ডিত করে তুলতে সকলে মিলে কাজ করবে হাওড়ায়। অন্যদিকে অরূপ রায়কে সরিয়ে দেওয়া নিয়ে ইতিমধ্যেই শাসক শিবিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। যা দলীয় নেতৃত্বকে অস্বস্তিতে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই নিয়ে অরূপ রায় সমালোচনাকারীদের কাছে আবেদন জানিয়েছেন প্রত্যেককে শান্ত থাকার জন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উপরন্তু তিনি বলেছেন, রাজনীতিতে পরিবর্তন আসতেই পারে এবং দলের সিদ্ধান্ত যে তিনি শিরোধার্য করেছেন সে কথাও জানিয়েছেন। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, সম্প্রতি দুর্নীতি নিয়ে যে অভিযোগ ওঠে অরূপ রায়ের বিরুদ্ধে, তৃণমূল নেত্রী অরূপ রায়কে সরিয়ে দিয়ে সেই অভিযোগের জবাব দিলেন। তবে এদিন দুর্নীতি প্রসঙ্গে অরূপ রায় জানিয়েছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কোনও আপোষ আমি কোনওদিন করিনি। আগামীদিনেও করব না। দলের কোনও দুর্নীতি থাকলে আমি সবসময়ই বলব। তার বিরুদ্ধে আমার ক্ষমতা অনুযায়ী দলকে ব্যবস্থা নিতে বলব।’

তবে রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে, অরূপ রায়কে চেয়ারম্যান পদে বসানো হলেও আসল ক্ষমতা কিন্তু থাকছে সভাপতির হাতে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের নতুন পদ চেয়ারম্যান সেই অর্থে কোনো গুরুত্বপূর্ণ পদ নয়। মূলত প্রবীণ নেতাদের খুশি করার জন্যই এই পদের সৃষ্টি। তবে অরূপ রায় দলীয় সিদ্ধান্তের পক্ষে আপাতত ইতিবাচক কথা বললেও ভবিষ্যতে এই বিতর্কের জল কোন দিকে গড়ায়, সেদিকে লক্ষ্য রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!