এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “রাজনৈতিক দল যার যার, মমতা ব্যানার্জি সবার।” – প্রচার সভায় দাঁড়িয়ে বক্তব্য অভিষেকের

“রাজনৈতিক দল যার যার, মমতা ব্যানার্জি সবার।” – প্রচার সভায় দাঁড়িয়ে বক্তব্য অভিষেকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শান্তিপুরে তৃণমূল হয়ে প্রচারে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শান্তিপুরের জনসভা থেকে তিনি জানালেন যে, এখন শুধু বাংলার মানুষ নন, দেশের মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। বাংলার নির্বাচনে জয়লাভ করার পর তৃণমূল ত্রিপুরায়, গোয়ায় পাড়ি দিয়েছে, সেখানে আগামী দিনে ভালো ফল করবে। তিনি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক তেমনি রাজনৈতিক দল যার যার মমতা বন্দ্যোপাধ্যায় সবার।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, উন্নয়ন ও প্রগতির দিকে তাকিয়ে সকলে যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দান করেন। তিনি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি পালন করেন তিনি। ভোটের আগে যে সমস্ত প্রকল্পের কথা তিনি জানিয়েছিলেন, ইতিমধ্যেই তা শুরু হয়ে গেছে। কারণ মা মাটি মানুষের সরকার হলো সকলের সরকার। মানুষের জন্যই কাজ করে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর বিজেপিকে একের পর এক কটাক্ষ করলেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে তিনি জানান, বিজেপি জানিয়েছিল যে, ক্ষমতায় এলে ১৫ লক্ষ টাকা করে দেয়া হবে। কিন্তু কেউ আজ পর্যন্ত ১৫ লক্ষ টাকা পাননি। তিনি জানান, আগামী দিনে বিজেপিকে ১০-০ গোলে পরাজিত করে বের করে দেয়া হবে। তিনি জানালেন, শান্তিপুরের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূলের ভোটের ব্যবধান তিনগুণ বেড়ে যাবে। তিনি অভিযোগ করলেন, বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে ফায়দা লুটতে চাইছে বিজেপি।

বিজেপিকে ফের কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, বিজেপি হলো একটা মিথ্যেবাদীর দল, করোনার থেকেও বাজে ভাইরাস হলো বিজেপি। প্রথম ডোজ ৩০ সে অক্টোবর দিতে, দ্বিতীয় ডোজ দিতে ২০২৪ এ। শান্তিপুরে সম্প্রীতি বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে। ৪ কেন্দ্রের উপ নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারা দেশ। বিজেপির আমলে দেশের অর্থনীতি একেবারে রসাতলে পৌঁছে গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!