এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজনৈতিক হিংসার বলি এবার বিজেপি মহিলা কর্মী, তীব্র চাঞ্চল্য

রাজনৈতিক হিংসার বলি এবার বিজেপি মহিলা কর্মী, তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে ক্রমশ মাত্রাছাড়া হয়ে উঠেছে রাজনৈতিক হিংসার ঘটনা। আজকেই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন রাজনৈতিক হিংসা বন্ধ করার ব্যাপারে। আর তার মধ্যেই সামনে এলো এবার মহিলাদের ওপর রাজনৈতিক হিংসার প্রতিফলনের ঘটনা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকায়।

প্রসঙ্গত, এই খেজুড়িতে কিন্তু জয়লাভ করেছে বিজেপি প্রার্থী। শোনা যাচ্ছে, এক মহিলাকে গণধর্ষণ করে এবং বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ সামনে এসেছে। আর তাই নিয়ে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে।

স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি আয়ত্তে আনতে বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে পাওয়া গিয়েছে খেজুরির পরাজিত তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম দাসকেও। এই ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে, খেজুরি বিধানসভার বারাতলা মালদহ অঞ্চলের বাসিন্দা এক বিজেপি মহিলা কর্মী। স্থানীয় বাসিন্দা এবং বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে ওই মহিলাকে তুলে নিয়ে যায় বেশ কিছু দুষ্কৃতী এবং তাঁকে গণধর্ষণ করা হয় বলে দাবি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর প্রমাণ লোপাট করতে নির্যাতিতাকে বিষ খাওয়ানোর চেষ্টা হয়। কোনমতে প্রাণে বেঁচে যান ওই মহিলা। এরপর রাতেই তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা সামনে আসার পরে বুধবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয় ঘটনাস্থলে।

তাঁদের সামনে নির্যাতিতার পরিবার এবং প্রতিবেশিরা ব্যাপক ক্ষোভ দেখাতে শুরু করেন। অবস্থা সামাল দিতে তৃণমূল প্রার্থীও পৌঁছান ঘটনাস্থলে। তাঁর সামনেও দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে অভিযুক্তদের শাস্তির দাবি নিয়ে। পুলিশ পরিস্থিতি আপাতত আয়ত্তে এনেছে বলে জানা গিয়েছে। তবে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের টহলদারি বহাল আছে বলে জানা যাচ্ছে। আপাতত পুলিশ তদন্তে নেমেছে। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত, তাই নিয়ে চলছে পুলিশি তল্লাশি।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!