এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজনৈতিক সন্ন্যাসের পথে মদন মিত্র! শোরগোল রাজ্যজুড়ে!

রাজনৈতিক সন্ন্যাসের পথে মদন মিত্র! শোরগোল রাজ্যজুড়ে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গত শনিবার দিনভর রাজ্য রাজনীতির প্রাণ কেন্দ্রে ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এসএসকেএমের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে তার একের পর এক মন্তব্য রীতিমতো চাপ বাড়িয়ে দিয়েছিল শাসক দলের অন্দরমহলে। তবে ধীরে ধীরে অবশ্য পরিস্থিতি মিটতে শুরু করে। কিন্তু এবার সেই মদন মিত্রের গলায় শোনা গেল রাজনৈতিক সন্ন্যাসের কথা। যা নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

প্রসঙ্গত, এদিন মদন মিত্রকে এসএসকেএম সংক্রান্ত বিষয় নিয়ে আবার প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজনৈতিক অবসরের সুর শোনা যায় এই তৃণমূল বিধায়কের গলায়। এদিন এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, “আমার এখন অবসর নেওয়ার সময় এসেছে। আমি ব্যাকডেটেড হয়ে যাচ্ছি। তাই একটু আপডেট হওয়ার চেষ্টা করছি। মেসি, রোনাল্ডো, শচীন অবসর নিতে পারে। আর মদন মিত্র অবসর নিতে পারে না!” তবে হঠাৎ করেই কেন অবসর নেওয়ার কথা শোনা যাচ্ছে মদনবাবুর গলায়! যে মদন মিত্র প্রতি সময় মানুষের পাশে থাকার বার্তা দেন, তিনি রাজনীতি থেকে সরে যাবেন কেন!

বিরোধীদের কটাক্ষ, এসএসকেএম নিয়ে বিদ্রোহের পরে মদনবাবুর জন্য মুখ পুড়েছে তৃণমূলের। সেই কারণে হয়তো দলের পক্ষ থেকে তাকে প্রবল মাত্রায় সতর্ক করে দেওয়া হয়েছে। তাই এখন চাপে পড়ে অবসরের সুর শোনা যাচ্ছে মদনবাবুর মত বর্ষিয়ান তৃণমূল বিধায়কের গলায়। তবে সত্যিই যদি মদন মিত্র অবসর নেন, তাহলে এর পেছনে কে বা কারা দায়ী থাকবে, নাকি স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে যাবেন দীর্ঘদিনের এই রাজনীতিবিদ, সেই রহস্য উন্মোচনেই ব্যস্ত গোটা রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!