এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজনৈতিক হিংসায় মৃত বাংলার বিজেপি কর্মীদের জন্য মহালয়ার দিন বড়সড় পদক্ষেপের পথে গেরুয়া শিবির

রাজনৈতিক হিংসায় মৃত বাংলার বিজেপি কর্মীদের জন্য মহালয়ার দিন বড়সড় পদক্ষেপের পথে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা দিনে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। রীতি অনুযায়ী, এদিন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় মানুষজন গঙ্গার ঘাটে তর্পণ করেন। কথায় আছে, এই দেবীপক্ষের সূচনা লগ্নে অর্থাৎ মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দিতে হয়। আর এবার সেই পুন্য মুহূর্তকে কাজে লাগিয়ে রাজনৈতিক হিংসায় মৃত দলীয় কর্মীদের পরিবার-পরিজনদের নিয়ে এসে গঙ্গার ঘাটে তর্পণ করানোর পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির।

বস্তুত, অতীতেও 100 শহীদ পরিবারকে এনে বাগবাজার ঘাটে মহালয়ার দিন বিজেপির পক্ষ থেকে তর্পনের আয়োজন করা হয়েছিল। এবার করোনা ভাইরাসের কারণে অতিমাত্রায় ভিড় না করে খুব ছোট আকারে সেই বাগবাজার গঙ্গার ঘাটে আগামী 16 সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন এই তর্পণ করা হবে। যেখানে শহীদদের আত্মার শান্তি কামনায় তাদের জল দেওয়ার পাশাপাশি সেই শহীদদের পরিবার-পরিজনরা সেখানে উপস্থিত থাকবেন।

জানা গেছে, এই তর্পণ প্রক্রিয়ায় উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন মেনন সহ রাজ্য বিজেপির নেতৃত্বরা। তবে ভার্চুয়ালের মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। বিজেপির পক্ষ থেকে প্রায়শই আইন-শৃংখলার অবনতি সহ শাসকদলের বিরুদ্ধে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার বিরুদ্ধে সরব হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে মহালয়ার দিনকে বেছে নিয়ে তর্পনের পুণ্য লগ্নে যে সমস্ত বিজেপি কর্মীরা শহীদ হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করে বিজেপির পক্ষ থেকে এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা নেওয়া হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একদিকে বাংলার সংস্কৃতিকে মেনে যেমন বিজেপি তাদের শহীদদের প্রতি সম্মান জানানোর উদ্যোগ নিল, ঠিক তেমনই বাংলার মানুষের মনে তৃণমূল বিদ্বেষী মনোভাব তৈরি করার চেষ্টা করবে ভারতীয় জনতা পার্টি বলেই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। সব মিলিয়ে বিজেপির এবারের এই কর্মসূচি কতটা সফলতা পায় এবং এর ফলে তৃণমূল কতটা চাপে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!