এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজভবনে মমতার সঙ্গে সাক্ষাৎ, মুখ খুললেন দিলীপ ঘোষ!

রাজভবনে মমতার সঙ্গে সাক্ষাৎ, মুখ খুললেন দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট-স্বাধীনতা দিবস উপলক্ষে রীতি অনুযায়ী রবিবার রাজভবনে চা-চক্রে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেই সময়ে রাজভবনে উপস্থিত হতে দেখা দিয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে শুভেন্দুবাবুর সঙ্গে মুখ্যমন্ত্রী কোনো কথা না বললেও দিলীপবাবুর সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে তার। এমনকি দিলীপ ঘোষকে তিনি চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন বলেও খবর।

আর এরপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। যে দিলীপ ঘোষ কথায় কথায় শাসক দলকে আক্রমণ করেন, তাকে কেন মুখ্যমন্ত্রী হঠাৎ করে চা-চক্রে আমন্ত্রণ জানাতে গেলেন? তাহলে কি নতুন সমীকরণ তৈরি হতে চলেছে বাংলার রাজনৈতিক মহলে? তবে অবশেষে এই গোটা বিষয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, সোমবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে আসেন বিজেপি রাজ্য সভাপতি। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায় তাকে। যেখানে তাকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কি আলোচনা হয়েছে? এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কুশল বিনিময় হয়েছে। শরীর চর্চার বিষয়ে কথা হয়েছে। কি খাই, কতক্ষণ হাটি, এসব কথা হয়েছে। উনি বলেছেন, একদিন নবান্নে আসতে। আমি বলেছি যাব।” অর্থাৎ জল্পনা তৈরি হতেই গোটা বিষয়টি যে শুধুমাত্র সৌজন্যমূলক, তা বুঝিয়ে দিবেন বিজেপির রাজ্য সভাপতি‌। ‌

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, বরাবর সৌজন্যতার পরিচয় দিতেই দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধী দলের নেতা কর্মীদের সঙ্গে দেখা হলেই তার সৌজন্যতা বাড়তি নজর কেড়েছে সকলের। আর স্বাধীনতা দিবসের দিন রাজ্যের প্রধান বিরোধী দলের সভাপতির সঙ্গে সাক্ষাতের পরেই তার শরীর স্বাস্থ্যের খবর নেওয়ার পাশাপাশি তাকে নবান্নে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা এবং জল্পনা শুরু হয়। তবে গোটা বিষয়ে মন্তব্য করে ঠিক কি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, তা জানিয়ে দিলেন দিলীপবাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!