এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা এবার মুকুল রায়ের বাড়িতে, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা এবার মুকুল রায়ের বাড়িতে, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট এবার মুকুল রায়ের বাড়িতে রাজীব ব্যানার্জ্জীর পর এলেন আরেক বিজেপি নেতা সব্যসাচী দত্ত। একুশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত তৃণমূল থেকে বিজেপিতে আসার ঢল নেমেছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে কার্যত বড় হারের মুখে পড়ে বিজেপি। আর তারপরে তৃণমূল থেকে আসা নেতা-নেত্রীরা নিজেদের ভুল বুঝতে পারেন। আর এই নেতা-নেত্রীদের মধ্যে অন্যতম হলেন রাজিব ব্যানার্জি এবং সব্যসাচী দত্ত। বিধানসভা নির্বাচনের পর থেকেই দলের ক্রমশ নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন রাজীব ব্যানার্জি। পাল্টা বরং দলের জন্য বিভিন্ন সময়ে অস্বস্তিসূচক পোস্ট করছেন তিনি।

অন্যদিকে সব্যসাচী দত্ত দলে থেকেও বিভিন্ন সময় অস্বস্তিজনক কথাবার্তা বলছেন। কার্যত এই দুজন নেতা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন একসময়। কিন্তু রাজনীতিতে কি না হয়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এখন আর বিজেপিতে নেই, ফিরে এসেছেন পুরনো দল তৃণমূলে। তাই এবার তৃণমূলে ফেরার জন্য মুকুল রায়ের সঙ্গেই যোগাযোগ শুরু করেছেন বিজেপির দুই নিষ্ক্রিয় নেতা। মুকুল রায়ের স্ত্রীর মৃত্যুর পর যেমন তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ঠিক সেভাবেই এবার মুকুল রায়ের স্ত্রীর পারলৌকিক কাজে দেখা গেল সব্যসাচী দত্তকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অবশ্য পারলৌকিক কাজে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যিনি মারা গিয়েছেন তাঁর সঙ্গে অনেকটাই স্মৃতি বিজড়িত আছে সব্যসাচী দত্তর। তাই তিনি মুকুল রায়ের বাড়িতে এসেছেন শোক জ্ঞাপন করতে। সেখানে রাজনীতি সংক্রান্ত কোনো কথা হয়নি। কার্যত রাজিব ব্যানার্জিকে যেমন মুকুল রায় থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, কুনাল ঘোষ সবার বাড়িতে বিভিন্ন সময় দেখা গিয়েছে, ঠিক সেভাবেই মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ তৈরি করছেন সব্যসাচী দত্ত বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি সব্যসাচী দত্ত মুখে যাই বলুক না কেন, তাঁকে ঘিরে কিন্তু দলবদলের জল্পনা ভালোই জমে উঠেছে। খুব স্বাভাবিকভাবেই মুকুল রায়ের বাড়িতে সব্যসাচী দত্তর পৌঁছানো গেরুয়া শিবিরের পক্ষ থেকে যে খুব একটা ভালো চোখে দেখা হবেনা, সে কথা নিঃসন্দেহে বলা যায়। তাই সব্যসাচী দত্তর জন্য এবার গেরুয়া শিবিরের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। পাশাপাশি মুকুল রায়ের বাড়িতে পৌঁছানো সব্যসাচী দত্তর জন্য কি তৃণমূল দরজা খুলবে? সেই উত্তরও খোঁজার চেষ্টায় রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!