এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য বিজেপিতে আবার পরিবর্তন ? নতুন কমিটির ঘোষণা কবে ? বাড়ছে জল্পনা

রাজ্য বিজেপিতে আবার পরিবর্তন ? নতুন কমিটির ঘোষণা কবে ? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়েকদিন ধরেই গেরুয়া শিবিরে ফিসফাস শোনা যাচ্ছিল রাজ্য বিজেপি কমিটিতে আমূল পরিবর্তন আসতে পারে। আর তাই নিয়েই এখন মাথাব্যথা শুরু হয়েছে রাজ্য বিজেপি নেতাদের। পুরভোট নিয়ে একাধিক অভিযোগ থাকলেও ফলাফল নিয়ে বিশেষ চিন্তিত নন বিজেপি নেতারা বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই নাকি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে নতুন কমিটিতে কারা কারা অন্তর্ভুক্ত হবেন তার তালিকা চলে এসেছে বলে শোনা যাচ্ছে। যে জল্পনা এতদিন চলছিল নতুন রাজ্য কমিটি নিয়ে, অবশেষে তা সম্পূর্ণ হতে চলেছে। তবে নতুন রাজ্য কমিটি কবে ঘোষণা হবে তা নিয়ে কিন্তু একাধিক মতামত শোনা যাচ্ছে।

বিজেপি সূত্রে খবর, জানুয়ারি মাসের শুরুর দিকে রাজ্যে আসতে পারেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই সময় কলকাতায় সাংগঠনিক বৈঠক যেমন হবে, তেমনি রাজ্যে একাধিক কর্মসূচি পালন করা হবে বিজেপির পক্ষ থেকে বলে জানা যাচ্ছে। তবে নতুন বছরে নতুন কমিটি নিয়ে কাজ হবে বলে শোনা হচ্ছে। বিজেপির অন্দরের অনেক নেতাই মনে করছেন 2021 সাল বিজেপির কাছে একটি অভিশপ্ত বছর। তাই নতুন বছরে পুরনো কমিটি নয়, নতুন কমিটি নিয়েই আগামী দিনে বিজেপি এগিয়ে যেতে চাইছে। রাজ্য বিজেপির অনেকেই বলছেন, আপাতত নতুন কমিটি ঘোষণা হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে রয়েছেন বালুরঘাটে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুরভোটের ফল যেদিন বেরোবে, সেদিনই কলকাতা আসছেন সুকান্ত মজুমদার। তবে বুধবার এবং বৃহস্পতিবার তিনি দিল্লি থাকবেন বলে খবর। তার কারণ শীতকালীন অধিবেশনের শেষ দু দিনে একাধিক বিল পাসের পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। আর তাই লোকসভায় জারি হতে পারে হুইপ। এবং সেই পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে লোকসভায় থাকতেই হবে। তবে সেখান থেকে ফিরে এসে তিনি নতুন কমিটি ঘোষণা করতেই পারেন। অন্যদিকে এবারের কমিটিতে কি কি বদল হতে পারে তা নিয়েও বেশকিছু সম্ভাবনার কথা উঠে আসছে। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবার সর্বভারতীয় স্তরে দায়িত্ব পেতে পারেন বলে শোনা যাচ্ছে।

অন্যদিকে সুকান্ত মজুমদার চাইছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস ঘনিষ্ঠরা রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকুন। শোনা যাচ্ছে, যুব মোর্চার রাজ্য সভাপতি অর্থাৎ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে হয়তো এবার সরানো হতে পারে।  অন্যদিকে অগ্নিমিত্রা পালও এবার গেরুয়া শিবিরে বিশেষ কোন পদ পেতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে খবর, আগামী 6 মাসের মধ্যে রাজ্যের সর্বত্র বিজেপির বুথ স্তর থেকে সাংগঠনিক স্তরের রদবদল হবে। 2023 সালের সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বিজেপির সাংগঠনিক নির্বাচন। সাংগঠনিকভাবে নির্বাচনে দাঁড়াতে হবে সুকান্ত মজুমদারকেও। সব মিলিয়ে গেরুয়া শিবিরের নতুন কমিটি নিয়ে এখন তুমুল জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!