এখন পড়ছেন
হোম > অন্যান্য > রাজ্যের সাংবিধানিক প্রধানকেও আর মানছেন না মমতার মুখ্যসচিব? সংবিধান লঙ্ঘিত হতেই তুমুল ক্ষোভ

রাজ্যের সাংবিধানিক প্রধানকেও আর মানছেন না মমতার মুখ্যসচিব? সংবিধান লঙ্ঘিত হতেই তুমুল ক্ষোভ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের সংঘাত করো অজানা নয়। রাজ্যের প্রশাসনিক প্রধান কর্তা থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক প্রতিষ্ঠানগুলিকে বর্তমান সরকার কুক্ষিগত করার চেষ্টা করছে বলে বারবার অভিযোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সঙ্গে টুইট বার্তায় বর্তমান সরকারকে খোঁচা দিতেও ছাড়েননি তিনি।

বস্তুত, কেবলমাত্র রাজ্যকেই যে তিনি দোষারোপ করেছেন তা নয়, রাজ্যের সঙ্গে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর মতে রাজ্যের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়, যেখানে রাজ্যের মানবাধিকারই বিপন্ন হয়ে গেছে বলে মনে করেছিলেন তিনি।

শুধু তাই নয়, রাজ্যের পুলিশকর্মীরাই যে রাজ্যের এই মানবাধিকার হরণ করে নিয়েছেন সেই অভিযোগও করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের প্রতিষ্ঠানগুলির ক্ষমতা হরণ করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে সেই সমস্যা যে সেখানে থেমে থাকবে না, সেকথা বলাই বাহুল্য। আর হলোও তাই। তাঁর কথার জবাব চেয়ে নাকি তিনি রাজ্যের মুখ্যসচিবকে বলেছিলেন, কিন্তু সেই উত্তর আসেনি। ফলে স্বভাবতই ক্ষুব্ধ হয়েছেন রাজ্যপাল। যা নিয়ে আপাতত সরগরম সোশাল মিডিয়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তথ্য সূত্রে জানা গেছে, গত শুক্রবার নাকি শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেও বর্তমান রাজ্যের সমস্যার বিষয়ে চিন্তাপ্রকাশ করেন রাজ্যপাল। এরপর শনিবার সেই ব্যাপারে টুইটও করে তিনি। সেখানে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের জবাব তলব করেন রাজ্যপাল। কিন্তু জানা গেছে, শনিবার দুপুর ২টোর মধ্যে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের জবাব তলব করলেও তাঁকে জবাব দেননি রাজ্যের মুখ্যসচিব। আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে তিনিও পালটা টুইটে ফের সরব হয়েছেন বলে জানা গেছে।

শনিবার দুপুর দু’টো বেজে গেলেও কিন্তু জবাব না এলে, শেষমেষ শনিবার রাত সাড়ে নটা নাগাদ রাজ্যপালকে ফের টুইট করতে দেখা যায়। টুইটে তিনি উল্লেখ করেন যে, দুর্ভাগ্যজক! জবাব চাইলে মুখ্যসচিবের তরফে তা পাওয়া যায় না। শুরু যে বর্তমান মুখ্যসচিবকেই কটাক্ষ করে তিনি থেকে থাকেননি, সেই সঙ্গে পূর্বতন মুখ্যসচিব রাজীব সিনহাকেও কটাক্ষ করতে দেখা গেছে তাঁকে।

সেই প্রসঙ্গে তিনি লেখেন যে, গত আগস্ট মাসে পদে থাকাকালীন তাঁর কাছ থেকেও নাকি জবাব চেয়ে তা পাওয়া যায়নি। এছাড়াও তিনি বলেন যে, তিনি আশা করছেন যে মুখ্যসচিব নিজের জবাব না দেওয়ার প্রতিক্রিয়াকে পুনর্বিবেচনা করবেন। সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করবেন। তবে এতদিনের সমস্যায় যে এই ঘটনা নতুন করে আগুনে ঘি ঢাললো সেই কথাই মনে করছেন রাজনীতিবিদরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!