এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সরকারকে অসহযোগীতার হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, চাপ কি বাড়ছে সরকারের?

রাজ্য সরকারকে অসহযোগীতার হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, চাপ কি বাড়ছে সরকারের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কার্যত শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর বিধানসভায় তাঁর রণংদেহি মেজাজের বেশ ভালোই টের পাচ্ছে রাজ্য সরকার। সরকার পক্ষের বিরুদ্ধে গিয়ে একের পর এক তোপ দেগে যাচ্ছেন তিনি। বাজেট অধিবেশনের শুরুতেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে একের পর এক মুলতবি প্রস্তাব নিয়ে আসা হচ্ছে, কিন্তু বিধানসভার স্পিকার প্রত্যেকটি খারিজ করে দিয়েছেন। আর এবার তাই নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত বিধানসভার অধিবেশনের প্রথম দিন থেকেই গেরুয়া শিবিরকে দেখা গেছে আক্ষরিক অর্থে বিরোধিতায় নামতে।

সেই পথেই এবার বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যদি তাঁদেরকে অসহযোগিতা করা হয় সরকারের পক্ষ থেকে, তা হলে পাল্টা তাঁরা বয়কটের পথে হাঁটতে পারেন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। প্রসঙ্গত বাজেট অধিবেশনে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে বিজেপি চেয়েছিল আলোচনা করতে। সেই অনুযায়ী তাঁরা মুলতবি প্রস্তাব নিয়ে আসে, কিন্তু তা খারিজ করে দেন স্পিকার। এদিন আবারও বিজেপি বিধায়করা ভুয়ো টিকাকরণ কাণ্ড নিয়ে বিধানসভায় আলোচনা করার জন্য প্রস্তাব নিয়ে এসেছিলেন। কিন্তু সে ক্ষেত্রেও তাঁদের প্রস্তাব গৃহীত হয়না, উল্টে খারিজ করে দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এর প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক বয়কট করা হয়েছে। এর আগেও বিএ কমিটির বৈঠক করেন তাঁরা। এ প্রসঙ্গে অবশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁরা এই বৈঠক বয়কট করে প্রতিবাদ জানিয়েছেন সরকারের প্রতি। এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিবাদ বিজেপি আবারও করবে বলে জানান তিনি। প্রসঙ্গত, রাজ্য সরকার যদি তাঁদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে এই প্রতিবাদের ঝড় আরও বাড়বে বলেই হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে।

বৃহস্পতিবার শুধুমাত্র শুভেন্দুই নন, বাম নেতা শতরূপ ঘোষ এর বিরুদ্ধেও নোটিশ জারি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এ প্রসঙ্গে অবশ্য শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কমিটির ডাকে অবশ্যই যাবেন। কিন্তু প্রতিবাদের রাস্তা থেকে তিনি সরবেন না। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এই কথা বলে শুভেন্দু কার্যত সরকারের ওপর চাপ বাড়ালেন। এই অবস্থায় বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক দ্বন্দ্ব যে তুঙ্গে উঠেছে, এটা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!