এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহে ও নির্বাচনের আবহে স্কুল-কলেজ খোলা নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে শিক্ষামন্ত্রী

করোনা আবহে ও নির্বাচনের আবহে স্কুল-কলেজ খোলা নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে শিক্ষামন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফেব্রুয়ারি মাসে যাতে স্কুল খোলা যায় সেই জন্য ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছিল বলেই জানা গিয়েছিল। সেখানে অনলাইন ক্লাসের জন্য ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীদের ১০,০০০ টাকা করে প্রদান করেছে রাজ্য সরকার। এরপরেও প্রাক্টিক্যাল ক্লাস বা পরীক্ষা নিয়ে বা ভবিষ্যতে পড়াশোনার বিষয় নিয়ে চিন্তা রয়ে গেছে শিক্ষক-শিক্ষার্থী থেকে অভিভাবকদের। বর্তমানে করোনা ভাইরাসের প্রভাব অনেকটাই কমতে শুরু করেছে।

তাই এমন পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় স্কুল খোলার জন্য চিঠি পাঠানো হয়। যেখানে বলা হয়, স্কুলগুলিতে বর্তমানে স্যানিটাইজেসানের কাজ শেষ হয়ে গেছে। শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা স্কুলেও যাচ্ছেন মাঝে মাঝে। এমন পরিস্থিতিতে লকডাউনের মধ্যেও মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হয়েছে। তাই বাকি কাজগুলি যখন সুসম্পন্ন হয়েছে, তখন পড়াশুনোর ক্ষেত্রেও স্কুলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হোক।

এমন পরিস্থিতিতে গতকাল শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে যদি আগামী মাসের প্রথম থেকে স্কুল শুরু হয় তবে সেক্ষেত্রে কেবল উঁচু শ্রেণীরই ক্লাস শুরু হবে। বিশেষত কলেজ এবং স্কুলের ক্ষেত্রে উঁচু শ্রেণীর ক্লাস দিয়েই শিক্ষা ব্যবস্থা শুরু করতে চাইছে সরকার। যেখানে আপাতত নবম শ্রেণি থেকে ক্লাস শুরু করা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্র্যাক্টিক্যাল ক্লাস শুরু করা যায় কিনা, সে বিষয়ে আলোচনা চলছে বলেই জানিয়েছেন শিক্ষা মন্ত্রী। সেইসঙ্গে কলেজ খোলার বিষয়টি নিয়েও ভাবা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, আগামী ১০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত একাদশ শ্রেণি এবং উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিকাল পরীক্ষা হওয়ার ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে ২০ এপ্রিলের মধ্যে সেই নম্বর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। আর এখানেই শিক্ষাবিদরা মনে করছেন, যদি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে যদি স্কুল খোলা হয়, তবেই প্র্যাক্টিক্যাল পরীক্ষার আগে শিক্ষার্থীরা কিছুটা সময় পাবেন। আর তাই সামনের মাস থেকে স্কুল খোলার বিষয়ে এতটা জোর দেওয়া হচ্ছে বলেই মনে করছেন তাঁরা।

তবে প্রতি ক্ষেত্রেই যেমন সিদ্ধান্ত নেওয়ার আগে করোনা পরিস্থিতি বা করোনা নিয়ম মেনেই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। তাঁর কথায়, পড়ুয়াদের স্বাস্থ্যের উপর গুরুত্ব দিয়ে তারপরই বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এর আগে অন্যান্য রাজ্য স্কুল খোলার কথা ভাবলেও পশ্চিমবঙ্গ একটু বেশি সাবধানতাই দেখিয়েছে। তবে এবার যেহেতু করোনা আক্রান্তের হার অনেকটাই নিম্নমুখী, সেখানে এবার তাই রাজ্যের স্কুল কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!