এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আইনের ধারা তুলে ধরে রাজ্যপালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে চাপ তৃণমূল সাংসদের

আইনের ধারা তুলে ধরে রাজ্যপালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে চাপ তৃণমূল সাংসদের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের সংঘাত সম্ভবত করো অজানা নয়। রাজ্যের প্রশাসনিক প্রধান কর্তা থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক প্রতিষ্ঠানগুলিকেই সরকার কুক্ষিগত করার চেষ্টা করছে, বারবার এই অভিযোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সঙ্গে একের পর এক টুইট বার্তায় বর্তমান সরকারকে খোঁচা দিতেও দেখা গেছে তাঁকে।

বস্তুত, পদে আসীন হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বারবার সরব হয়ে হতে দেখা গেছে তাঁকে। সেইসঙ্গে কেবলমাত্র রাজ্যকেই যে তিনি দোষারোপ করেছেন তা নয়, রাজ্যের সঙ্গে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল তাঁকে। রাজ্যের অত্যন্ত শোচনীয় অবস্থা, যেখানে রাজ্যের মানবাধিকারই বিপন্ন হয়ে গেছে বলেই মনে করেছিলেন তিনি।

শুধু তাই নয়, সেইসঙ্গে এই কাজের পিছনে যে রাজ্যের পুলিশকর্মীরাই রয়েছে সেই অভিযোগও করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের প্রতিষ্ঠানগুলির ক্ষমতা হরণ করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে সেই সমস্যা যে সেখানে থেমে থাকবে না, সেকথা বলাই বাহুল্য। তবে এবার তাঁর বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

সম্প্রতি কিছুদিন ধরেই গরুপাচার ও কয়লাকাণ্ডে কথা বলতে দেখা গিয়েছিল রাজ্যপাল জগদীপ ধনকড়কে। সেখানে সুদীপ্ত রায়চৌধুরী এবং গোবিন্দ আগরওয়ালকে গ্রেপ্তারির বিরোধিতায় একের পর এক টুইট করেন তিনি। আর সেই নিয়ে আবারও একবার প্রকাশ্যে এসেছে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই নিয়ে সম্প্রতি তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যপালের টুইটের পালটা জবাব দিতে দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এদিন তিনি বলেন, সুদীপ্ত রায়চৌধুরী গরুপাচারে যুক্ত। সেইসঙ্গে তাঁর মানুষ পাচারের সঙ্গেও যোগ রয়েছে। সেইসঙ্গে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

তাঁর কথায়, গোবিন্দ আগরওয়াল এবং সুদীপ্ত রায়চৌধুরীর মত এমন মানুষের হয়ে তবে কেন রাজ্যপাল টুইট করছেন। কেন বাংলার রাজ্যপাল হয়ে অভিযুক্তদের সাহায্যে এগিয়ে আসছেন তিনি, সেই প্রশ্নও করতে দেখা গেছে তাঁকে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গের অনেক অপরাধীর সঙ্গে রাজ্যপালের সরাসরি যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শুধু তাই নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি করেন যে, রাজ্যপাল এসব করে তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন। পুলিশ-সহ সরকারি আধিকারিকদের তদন্তে বাধা দিচ্ছেন। এমনকি তিনি হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় রাজ্যপাল জগদীপ ধনকড় অসাংবিধানিক কাজ করছেন।

সেইসঙ্গে তিনি বলেন, যারা তদন্তে বাধা দেন কিংবা তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৬ ও ১৮৯ ধারায় ব্যবস্থা নেওয়া যায়। তাই কলকাতা পুলিশকে তিনি অনুরোধ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু যদিও এই বিষয়ে রাজ্যপালের তরফে কিছু জানান হয়নি, তবুও এর জবাবে রাজ্যপাল কি বলেন, এখন সেটাই দেখার অপেক্ষা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!