এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যপালকে ‘দালাল’ বলে বেনজির আক্রমন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের! শোরগোল রাজ্যে

রাজ্যপালকে ‘দালাল’ বলে বেনজির আক্রমন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের! শোরগোল রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য প্রশাসনের বিরুদ্ধে রাজ্যপালের ক্ষোভ আজকের নয়, বরাবরের। বহু ক্ষেত্রে দেখা গেছে রাজ্যপাল জগদীপ ধনকর প্রশাসনের বিরুদ্ধে কখনো পত্রবোমা ফাটিয়েছেন, কখনো টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক সময় রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধেও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী থেকে তৃণমূলের বিভিন্ন নেতারা। শাসকদল তৃণমূলের পক্ষ থেকে তো রাজ্যপাল জগদীপ ধনকরকে গেরুয়া শিবিরের অন্যতম সেনা বলে অনেক সময়ই অভিহিত করা হয়। যদিও তাতে এই প্রবল দ্বন্দ্ব থামার কোন লক্ষ্মণ নেই।

এদিন আবারও বিতর্ক উস্কে দিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলির চাঁপদানী এলাকার 15 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। সেই শিবিরে আনুষ্ঠানিকভাবে উপস্থিত হয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি বেনজিরভাবে রাজ্যপাল জগদীপ ধনকরকে আক্রমণ করেছেন বলে জানা গেছে। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বিজেপির সবচেয়ে বড় দালাল বলে অভিহিত করেন।

যা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলে চলছে তুমুল সমালোচনা। এর সাথেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিয়েছেন, 2021 এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও শপথ গ্রহণ করতে চলেছেন এবং সেই সময় রাজ্যপাল জগদীপ ধনকর যে চূড়ান্ত বেকায়দায় পড়তে চলেছেন সেকথাও তিনি বলেন। পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের প্রতিও তিনি সুর চড়িয়েছেন এদিন। একুশের বিধানসভা নির্বাচনে উদ্দেশ্যে বিজেপিকে তীব্র হুঁশিয়ারি দেন এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, 2021 এ বিজেপি শিবির 18 টা আসনেও জয়লাভ করতে পারবেনা। এ প্রসঙ্গে তিনি গত 7 মাস ধরে করোনা ও আমফান পরিস্থিতিতে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত কাজ করে চলেছেন, তার উদাহরণ দিয়েছেন। মোটকথা, এদিন শ্রীরামপুরের সাংসদ এককথায় বলতে গেলে বিধানসভা নির্বাচনের প্রচারপর্ব সেরে রাখলেন বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজ্যপাল জগদীপ ধনকর কিংবা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কারোরই প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভার নির্বাচন যত কাছে আসছে ততই কটাক্ষ এবং প্রতি কটাক্ষের ভিড় বাড়ছে বাংলার রাজনীতিতে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যপাল এবং প্রশাসনের সাথে কমবেশি টক্কর লেগেই থাকে, একই সাথে গেরুয়া শিবিরের সাথেও। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যপালকে আক্রমণ করে বিতর্ক উস্কে দিলেন, তার রেশ আগামী বেশ কিছুদিন থাকতে চলেছে বাংলার রাজনৈতিক মহলে। এবং এ থেকে পরিষ্কার আগামী দিনের বিধানসভায় মসনদ দখলের লড়াই যে আরো জমে উঠতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!