এখন পড়ছেন
হোম > জাতীয় > লাইভ – রাজ্যসভা ভোটের ৫৯ আসনের ফলাফল – সন্ধ্যা ৬:৩০ টা

লাইভ – রাজ্যসভা ভোটের ৫৯ আসনের ফলাফল – সন্ধ্যা ৬:৩০ টা


সারা দেশের ১৭ টি রাজ্যের ৫৯ টি রাজ্যসভা আসনের ভাগ্যগণনা হবে আজ। ইতিমধ্যেই ৩৩ টি আসনের ফলাফল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্ধারিত হয়ে গেছে। বাকি ২৬ টি আসনের ভোটগ্রহণ সম্পূর্ণ এবার গণনার পালা। প্রতি মুহূর্তে আপডেট পেতে চোখ রাখুন প্রিয়বন্ধুর পেজে –

হাইলাইটস –
১. ছত্তিসগড়ের রাজ্যসভা আসনটি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি
২. বাংলায় ১ কংগ্রেস ও ৩ তৃণমূল কংগ্রেস বিধায়কের ভোট বাতিল, ফলে জমে গেল পঞ্চম আসনের লড়াই
৩. বিধায়কদের ভোট বাতিল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
৪. উত্তরপ্রদেশে বিএসপির বিধায়ক অনিল সিং ক্রস ভোটিং করলেন, দলীয় প্রার্থীকে না দিয়ে ভোট দিলেন বিজেপি প্রার্থীকে

 

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একনজরে আজকের ফলাফল (৩৪/৫৯) –
১. বিজেপি – ১৭
২. কংগ্রেস – ৫
৩. বিজেডি – ৩
৪. আরজেডি – ২
৫. টিডিপি – ২
৬. জনতা দল ইউনাইটেড – ২
৭. শিবসেনা – ১
৮. এনসিপি – ১
৯. ওয়াইএসআর কংগ্রেস – ১

এই মুহূর্তে রাজ্যসভার অবস্থান (মোট আসন – ২৪৫)-
১. বিজেপি + জোট – ৭৬
২. কংগ্রেস + জোট – ৫২
৩. অন্যান্য – ৯১
৪. শূন্য আসন – ২৬

বিস্তারিত ফলাফল –

পশ্চিমবঙ্গ (০/৫ আসন)
১. তৃণমূল কংগ্রেস – ০
২. কংগ্রেস – ০
৩. বামফ্রন্ট – ০

উত্তরপ্রদেশ (০/১০ আসন)
১. বিজেপি – ০
২. সমাজবাদী পার্টি – ০
৩. বহুজন সমাজবাদী পার্টি – ০

তেলেঙ্গানা (০/৩ আসন)
১. টিআরএস – ০
২. কংগ্রেস – ০

কেরালা (০/১ আসন)
১. কংগ্রেস – ০
২. নির্দল – ০

কর্ণাটক (০/৪ আসন)
১. বিজেপি – ০
২. কংগ্রেস – ০
৩. জনতা দল সেকুলার – ০

ঝাড়খন্ড (০/২ আসন)
১. বিজেপি – ০
২. কংগ্রেস – ০

ছত্তিশগড় (১/১ আসন)
১. বিজেপি – ১
২. কংগ্রেস – ০

মহারাষ্ট্র (৬/৬ আসন)
১. বিজেপি – ৩
২. কংগ্রেস – ১
৩. শিবসেনা – ১
৪. এনসিপি – ১

বিহার (৬/৬ আসন)
১. বিজেপি – ১
২. কংগ্রেস – ১
৩. আরজেডি – ২
৪. জনতা দল ইউনাইটেড – ২

মধ্যপ্রদেশ (৫/৫ আসন)
১. বিজেপি – ৪
২. কংগ্রেস – ১

গুজরাট (৪/৪ আসন)
১. বিজেপি – ২
২. কংগ্রেস – ২

অন্ধ্রপ্রদেশ (৩/৩ আসন)
১. টিডিপি – ২
২. ওয়াইএসআর কংগ্রেস – ১

রাজস্থান (৩/৩ আসন)
১. বিজেপি – ৩

ওড়িশা (৩/৩ আসন)
১. বিজেডি – ৩

হিমাচল প্রদেশ (১/১ আসন)
১. বিজেপি – ১

হরিয়ানা (১/১ আসন)
১. বিজেপি – ১

উত্তরাখন্ড (১/১ আসন)
১. বিজেপি – ১

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!