এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যসভায় তৃণমূলের মনোনীত প্রার্থী হলেন প্রাক্তন আমলা, নাম প্রকাশে জোর শোরগোল

রাজ্যসভায় তৃণমূলের মনোনীত প্রার্থী হলেন প্রাক্তন আমলা, নাম প্রকাশে জোর শোরগোল

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যসভার সাংসদ পদে তৃণমূল মনোনীত প্রার্থীর নাম প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন হতে চলেছে আগামী 9 ই আগস্ট। আর সেখানে লড়াই করতে চলেছেন রাজ্যের প্রাক্তন আমলা জহর সরকার। সাম্প্রতিককালে বিজেপি বিরোধী হিসেবে তিনি উল্লেখযোগ্য জায়গায় উঠে এসেছেন। পাশাপাশি তৃণমূল নেত্রীর সঙ্গে জহর সরকারের দীর্ঘদিনের সম্পর্ক। তাই তৃণমূল নেত্রী রাজ্যসভার আসনে জহর সরকার ছাড়া অন্য কারোর নাম ভাবতে পারেননি। যদিও রাজনৈতিক মহলে মুকুল রায় ও যশবন্ত সিনহার নাম নিয়ে গুঞ্জন ছিল।

প্রসঙ্গত, এই জহর সরকার দীর্ঘদিন যাবৎ বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনকালে শিল্প সচিবের পদে ছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁকে বিকাশ ভবনে উচ্চশিক্ষা সচিব করে পাঠিয়ে দেওয়া হয়। তবে জানা যায়, শিল্পমহলে জহর সরকারের ভূমিকা তুমুল প্রশংসিত হয়েছিল সে সময়। কিন্তু তা সত্বেও জহর সরকারকে সল্টলেকে পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি জহর সরকার নিজেও বুঝে যান, যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি মুখ্য সচিব হতে পারবেননা। তাই মেয়াদ শেষ হবার একমাস আগেই তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার হিসেবে দায়িত্ব সামলেছেন জহর সরকার বেশ কিছুদিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর প্রশাসনিক দক্ষতা নিয়ে কারো কোনো সংশয় কোনদিনই ছিলনা। তবে জহর সরকার অত্যন্ত ঋজু ব্যক্তিত্বের বলে জানা যায়। কার্যত এই ব্যক্তিত্বের সংঘাতে অনেকের কাছে তিনি যেমন উচ্চ প্রশংসিত, তেমনই অনেকের কাছে তিনি নিতান্তই অপাংক্তেয়। একটা সময় যখন জহর সরকার কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পদস্থ আমলার কাজ করেছেন, সে সময় ইউপিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তাঁর বিরোধ প্রশাসনিক মহলে তুমুল আলোচনার বিষয় ছিল। কার্যত বহু নির্দেশ বেআইনি বলে উপেক্ষা করেছেন সে সময় জহর। কার্যত এরকম ঋজু ব্যক্তিত্বের মানুষকে রাজ্যসভায় পাঠানোর মানে তৃণমূল নেত্রীর লক্ষ্য মোদি সরকারকে অস্বস্তিতে ফেলা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কার্যত বিধানসভা নির্বাচনের আগে জহর সরকার ব্যাপকভাবে বিজেপির বিরোধিতা করেছেন। রাজ্যসভার আসনে মনোনীত হবার পর জহর সরকার জানিয়েছেন, তিনি দীর্ঘ সময়ে সরকারি কাজে যুক্ত থাকার সুবাদে প্রশাসনিক কাজ এবং তা পরিচালনা নিয়ে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। সেক্ষেত্রে সংসদে তিনি একের পর এক প্রশ্নে নরেন্দ্র মোদি সরকারকে যে চাপে ফেলবেন তা অনস্বীকার্য। আপাতত দেখার, জহর সরকার রাজ্যসভার আসনে কিভাবে নিজেকে আলাদা ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!