এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাজ্যে ২০০ পেরোলেও জেতা আসনে কেন হারতে হল? বুথভিত্তিক অনুসন্ধান শুরু তৃণমূল নেতৃত্বের

রাজ্যে ২০০ পেরোলেও জেতা আসনে কেন হারতে হল? বুথভিত্তিক অনুসন্ধান শুরু তৃণমূল নেতৃত্বের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে ব্যাপক জয় এসেছে রাজ্যের শাসক দল তৃণমূলের। ২০০ টি আসনের গণ্ডি অনায়াসে অতিক্রম করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃতীয়বারের জন্য গঠিত হয়েছে তৃণমূল সরকার। এবার রাজ্যের নানা আসনে দলের শক্তিশালী ভিত থাকার পরেও কেন দলের পরাজয় এসেছে? তার কারণ অনুসন্ধানের কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। একেবারে বুথ ভিত্তিক অনুসন্ধানের কাজ শুরু হয়েছে তৃণমূলে। উত্তর দিনাজপুর জেলার নটি আসনের মধ্যে সাতটি আসনে জয়ী হয়েছে তৃণমূল। দুটি আসনে জয়ী হয়েছে বিজেপি। যার মধ্যে একটি হলো কালিয়াগঞ্জ। বিধানসভার উপ নির্বাচনে এই আসনে জয়লাভ করেছিল তৃণমূল। তৃণমূল হাতে থাকা গুরুত্বপূর্ণ এই আসনটি কেন হাতছাড়া হয়ে গেল? তার কারণ খুঁজে বের করার চেষ্টায় নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা আসনটি একসময় কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল। বহুবার কংগ্রেসের সাফল্য এসেছে এই আসনে। তবে, ২০১৯ সালের উপনির্বাচনে কালিয়াগঞ্জে প্রথমবারের জন্য তৃণমূল জয়লাভ করে। তবে উপ নির্বাচনে তৃণমূল জয়লাভ করলেও বিধানসভা নির্বাচনে এই আসনে জয়লাভ করেছে বিজেপি। দলের এই পরাজয়ের কারণ খুঁজে বের করার চেষ্টা শুরু করলো রাজ্যের শাসক দল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কালিয়াগঞ্জ কেন্দ্রে তৃণমূলের ব্যর্থতার কারণ প্রসঙ্গে কালিয়াগঞ্জ এর প্রাক্তন বিধায়ক ও তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ জানালেন, উপ নির্বাচনের সময়ে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত ছিল, এ কারণে বহু মানুষ তাঁদের ভোট দিয়েছিলেন। তবে, এবারের বিধানসভা নির্বাচনের সময় অনেকেই মনে করেছিলেন যে, বিজেপির ক্ষমতায় আসতে চলেছে। তাই বেশিরভাগ মানুষ বিজেপিকে ভোট দান করেছেন। প্রার্থীকে নয় দলের প্রতীক দেখেই বহু মানুষ ভোট দিয়েছিলেন। নির্বাচনের ফলাফল প্রকাশের পর বুথ কেন্দ্রিক আলোচনায় বসেছেন তাঁরা।

২০১৯ এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের গড় বলে পরিচিত উত্তর দিনাজপুর জেলায় বিজেপির উত্থান দেখা গিয়েছিল। দু’নম্বরে ছিল তৃণমূল, কংগ্রেস তিন নম্বরে চলে এসেছিল। তবে, উপনির্বাচনে বিজেপিকে পরাস্ত করে জয়ী হয়েছিল তৃণমূল। এরপর বিধানসভা নির্বাচনে বিজেপি যখন প্রার্থী তালিকা প্রকাশ করে, সে সময় দলে শুরু হয়েছিল বিক্ষোভ। দলের কর্মীদের অভিযোগ ছিল, এই কেন্দ্রে ভূমিপুত্রকে প্রার্থী করা হয়নি। সে কারণে প্রচার শুরু হয়েছিল যথেষ্ট দেরিতে। তবে প্রতিবন্ধকতার পরও কালিয়াগঞ্জে বিজেপি জয়লাভ করেছে। এবারে হারের কারণ পর্যালোচনায় বসেছে তৃণমূল। এ কারণেই বুথ কেন্দ্রিক পর্যালোচনা শুরু হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানালেন, গত সপ্তাহে কালিয়াগঞ্জ শহর কমিটির সঙ্গে তিনি আলোচনা করেছিলেন। নির্বাচনের ফলাফল নিয়ে বুথ ভিত্তিক আলোচনা করার নির্দেশ দিয়েছেন তিনি। কোন কোন বুথে ভোট কম এসেছে, কি কি কারণে ভোট কমেছে, সে ব্যাপারগুলি তিনি খোঁজ নিতে বলেছেন। দুর্বলতাকে খুঁজে গুরুত্ব দিয়ে সংগঠন মজবুত করার নির্দেশ দিয়েছেন তিনি। আগামীকাল ব্লক কমিটির সঙ্গে আলোচনায় বসতে চলেছেন তিনি। এ মাসের মধ্যেই এই কেন্দ্রে দলের হারের কারণ খুঁজে নেবার চেষ্টায় আছেন তিনি। কালিয়াগঞ্জ এর কাজ শেষ করার পর রায়গঞ্জ নিয়ে তিনি আলোচনায় বসতে চলেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!