এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কয়লা পাচারকারীদের উড়তে চলেছে ঘুম? জল্পনা বাড়িয়ে একযোগে রাজ্যের ৩০ জায়গায় CBI তল্লাশি শুরু

কয়লা পাচারকারীদের উড়তে চলেছে ঘুম? জল্পনা বাড়িয়ে একযোগে রাজ্যের ৩০ জায়গায় CBI তল্লাশি শুরু


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে রাজ্যের গোরুপাচার কাণ্ডে বাংলার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। আর সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের কাছে সেটাই প্রচারের হাতিয়ার হয়ে ওঠে। এরপর এনামুলের গ্রেফতার ও ‘কয়লা মাফিয়া’ লালার তাণ্ডব নিয়েও জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে।

সেখানে রাজ্যের তরফে কেন্দ্রকেই বারবার এহেন কাজের জন্য দায়ী করা হয়েছিল। সেখানে যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপি। এরই মধ্যে বিরোধী রাজ্যগুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি অতি মাত্রায় সক্রিয় বলেই অভিযোগ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

কেন্দ্রের বিরুদ্ধে তিনি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছিলেন। এরই মধ্যে কয়েকদিন আগে বঙ্গ সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাঁর দু’দিনের রাজ্য সফর চলাকালীনও আসানসোল শিল্পাঞ্চলের বেশ কয়েকজন কয়লা ব্যবসায়ীর বাড়ি এবং কার্যালয় অভিযান চালাতে দেখা যায় আয়কর দপ্তরকে। সেইসঙ্গে কলকাতায় চলে সিবিআই তল্লাশি।

আর সেইসময়ও এসব নিয়ে সরব হতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। রাজ্য পুলিশকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা, এমনটাই অভিযোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর অমিত শাহও সাংবাদিক সম্মেলনে পালটা মুখ্যমন্ত্রীর উদ্দেশে চ্যালেঞ্জ করেন।

সেইসময় তাঁকে বলতে শোনা গিয়েছিল ”ওনার সঙ্গে লালার কী সম্পর্ক? কেন ওকে উনি বাঁচাতে চাইছেন, তা স্পষ্ট করে বলুন।” তারপরই ‘লালা’ ওরফে অনুপ মাজিকে নিয়ে আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে। এরপর এহেন পরিস্থিতিতে আয়কর দপ্তর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নতুন করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, কয়লা কাণ্ডে তদন্তের ভার সিবিআই নেওয়ার পরই আজ রাজ্যের ত্রিশটি জায়গায় তল্লাশি করতে দেখা গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আর সেইসঙ্গে কয়লা পাচারে যুক্ত অনুপ মাজি ওরফে লালার পুরুলিয়া নিতুরিয়ার বাড়িতেও সেইসঙ্গে তল্লাশি করা হয় বলে জানা গেছে। তবে শুধু তাই নয়, এর সঙ্গে আসানসোল, পুরুলিয়া, রানিগঞ্জ, দুর্গাপুর, বর্ধমানে বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে জানা গেছে।

বস্তুত, কয়লা কাণ্ডে আয়কর দপ্তরের তদন্তের পর সিবিআই সেই তদন্তের ভার চায়। এরপর সারদা কাণ্ডে তদন্তে যুক্ত সিবিআই আধিকারিকদের দিল্লিতে তলব করা হয়। অন্যদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে প্রাপ্ত নথির ভিত্তিতে গঠিত ফাইলটিকে আয়কর দপ্তর থেকে চেয়ে পাঠিয়েছিল বলে জানা গেছে। কিছুদিন আগে আয়কর দপ্তর কয়লাকাণ্ডে যুক্ত লালা ও বেশ কিছু ব্যবসায়ীর কলকাতা, আসানসোলের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েও বেশ কিছু নথি পাওয়ার খবর পাওয়া গিয়েছিল।

আর ওই নথির ভিত্তিতেই রাজ্যের ভিতর গরুপাচারে যুক্ত ব্যবসায়ীদের সঙ্গে কয়লা ব্যবসায়ীদের যোগ রয়েছে বলেই তদন্তকারীরা জানতে পারেন বলে জানা যায়। আর উভয়পক্ষই রাজ্যের বেশ কিছু প্রভাবশালীদের সঙ্গে সখ্য রেখে নানা বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে বলেও অনুমান করেন তাঁরা। এরপর ওই তথ্যের ভিত্তিতে বেশ কিছু ব্যাবসায়িককে সম্প্রতি সিবিআই থেকে নোটিশও পাঠানো হয়।

অন্যদিকে, সামনের বছর রাজ্যে ভোট। আর তার আগেই এই পরিস্থিতিতে এমন কাজের জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেক্ষেত্রে মনে করা হয়েছিল হয়ত এরপর কেন্দ্রীয় বাহিনী কিছুটা হলেও বিশ্রাম নেবে। কিন্তু সিবিআই এরপর ফের কয়লাকাণ্ড নিয়ে তদন্ত শুরু করার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে বলেই জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!