এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে অবাধ নির্বাচনের উদ্দেশ্যে জনস্বার্থ মামলা দায়ের করা হলো সুপ্রিম কোর্টে

রাজ্যে অবাধ নির্বাচনের উদ্দেশ্যে জনস্বার্থ মামলা দায়ের করা হলো সুপ্রিম কোর্টে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর মাত্র কয়েক মাস বাকি আসন্ন বিধানসভা নির্বাচনের। রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন যাতে স্বচ্ছ ও অবাধে হতে পারে, এই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা হলো জনস্বার্থ মামলা। এই মামলার আবেদনে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছ অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটেছে, রাজ্যে বাড়ছে রাজনৈতিক হত্যাকাণ্ড। এমন অভিযোগ রাজ্যের বিরোধী পক্ষ থেকে বারবার উঠে এসেছে। এই পরিস্থিতিতে এবার সুপ্রিম কোর্টে দায়ের করা হলো জনস্বার্থ মামলা।

সুপ্রিমকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় মূলত তিনটি বিষয়ে বিষয়ে আবেদন জানানো হয়েছে। যা হল – ১. বিরোধী নেতাদের উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা করতে হবে। ২. বিজেপি নেতাদের হত্যার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে ও তার রিপোর্ট দিতে হবে। ৩. ভুয়ো ভোটারদের ব্যাপারে সমস্ত রিপোর্ট দিতে হবে নির্বাচন কমিশনকে। এর সঙ্গে সঙ্গেই নির্বাচন তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম সরিয়ে দেবার ব্যবস্থা নিতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, রাজ্যের আইন শৃংখলা, রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। বিরোধী শিবিরের পক্ষ থেকেও বারবার অভিযোগ তোলা হয়েছে যে, রাজ্যের পুলিশ নিরপেক্ষ নেই, রাজ্যের পুলিশ শাসকদল তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচন স্বচ্ছ ও অবাধ করার জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি।

এদিকে বিধানসভা নির্বাচনে এগিয়ে আসতেই রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী সহ বেশকিছু হেভিওয়েট। অন্যদিকে এর পাল্টা হিসেবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। সবকিছু নিয়েই সরগরম রাজ্যের রাজনৈতিক পরিবেশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!