এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যে আরও একবার করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ, প্রবল উদ্বেগে চিকিৎসকরা

রাজ্যে আরও একবার করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ, প্রবল উদ্বেগে চিকিৎসকরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সময়ের সাথে সাথে করোনা সংক্রমণ আবার নতুন করে বৃদ্ধি পাচ্ছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলে আসছেন। করোনা দেশ থেকে শেষ হয়ে যায়নি, শুধুমাত্রা সাংক্রমণ কমেছে। তাই বিধিবদ্ধ সতর্কীকরণ মেনে চলতেই হবে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক শ্রেণী সমস্ত সতর্কবার্তা উড়িয়ে দিয়ে গা ভাসিয়ে দিয়েছিলেন ভোট থেকে বড়দিনের উৎসবে। আর তার ফলে কিছুদিন সংক্রমণ নিয়ন্ত্রণে থাকার পর হঠাৎ করে মঙ্গলবার রাতে দৈনিক সংক্রমণের সংখ্যা কার্যত দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে রাজ্যে।

তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা রাজ্য সরকারের। তবুও প্রশ্ন থাকছেই। রাজ্যে কি আবার করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী? প্রসঙ্গত আর দু তিন দিন পরেই বর্ষবরণের রাত। প্রথাগতভাবে বর্ষবরণ উদযাপন করতে কি আরও একবার সমস্ত বিধি-নিষেধ উড়িয়ে ওমিক্রনকে স্বাগত জানাতে পথে নামবে একশ্রেণীর মানুষ? আর এতেই উদ্বেগ বেড়েছে চিকিৎসকদের। কার্যত বিভিন্ন ছবিতে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে বড়দিনের রাতে কিভাবে মানুষের ঢল নেমেছিল রাস্তায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত এই ভিড়ের কারণেই যে নতুন করে সংক্রমণ ঊর্ধ্বমুখী সে ব্যাপারে কোন সন্দেহ নেই। অন্যদিকে পশ্চিমবঙ্গে কিন্তু ওমিক্রণ ইতিমধ্যেই এসে পড়েছে। বারবার বিধিনিষেধ মেনে চলার কথা বলা হচ্ছে কিন্তু একশ্রেণীর মানুষ ক্রমাগত বেপরোয়া আচরণ করে চলেছে। যার ফলে কিছুতেই সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাত পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন 5 জন। তাঁদের প্রত্যেকের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

অন্যদিকে 15 থেকে 18 বছরের ছেলেমেয়েদের এবার করোনার প্রতিষেধক দেওয়া হবে। আর তা নিয়ে প্রস্তুতির সারতে ক্রমাগত রাজ্যগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সবমিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি যে আবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের কপালে ভাঁজ ফেলেছে, সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়। আপাতত পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার কোন কঠোর পদক্ষেপ গ্রহন করে কি না সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!