এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ” রাজ্যে বাঙালি হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করতে চায় বিজেপি। ” – অভিযোগ হেভিওয়েট কংগ্রেস নেতার

” রাজ্যে বাঙালি হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করতে চায় বিজেপি। ” – অভিযোগ হেভিওয়েট কংগ্রেস নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ বেশকিছু রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম হলো বিজেপি শাসিত আসাম রাজ্য। এনআরসি ইস্যুকে কেন্দ্র করে আসামে তীব্র চাপানউতোর তৈরি হয়। এনআরসির তালিকা থেকে বহু হিন্দুর নাম বাদ পড়ে যাওয়ায়, তা নিয়ে তীব্র শুরু শোরগোল পরে যায় আসামে। যার উত্তাপে এসে পড়ে পশ্চিমবঙ্গে। এই পরিস্থিতিতে আসামের নওগাঁর কংগ্রেস সাংসদ প্রদ্যোত্‍ বরদলৈ বিজেপির প্রতি বিস্ফোরক অভিযোগ করেছেন।

নওগাঁর কংগ্রেস সাংসদ প্রদ্যোত্‍ বরদলৈ সম্প্রতি শিলচরে এক সাংবাদিক বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এই সাংবাদিক বৈঠকে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবও অংশগ্রহণ করেছিলেন। গণমাধ্যমে প্রদ্যোত্‍ বরদলৈ জানিয়েছেন যে, অসম চুক্তির ৬ নন্বর ধারা অনুযায়ী, অসমীয়া বলতে যা বোঝানো হয়েছে, তা বিকৃত করে বিজেপি অসম রাজ্যের বাঙ্গালীদের ক্ষতি করছে। বাঙালি হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক রাখতে চায় বিজেপি। বিজেপির ভন্ডামি রাজ্যবাসী ধরে ফেলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাংসদ আরো জানিয়েছেন যে, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির গতি রোধ করতে প্রস্তুত কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। ১০০ টি আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নির্বাচনি লড়াইয়ে নামতে চলেছে এই জোট। অন্যদিকে, বিজেপি সূত্রে জানা গেছে যে, আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াই করবে না বিজেপি। তাঁর পরিবর্তে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে হেভিওয়েট বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মাকে। আসামে বিজেপি শাসন প্রতিষ্ঠায় তিনি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।

প্রসঙ্গত, এনআরসি ইস্যুকে কেন্দ্র করে আসামে তীব্র রাজনৈতিক তরজা সৃষ্টি হয়েছে। আর সিএএ ইস্যুকে কেন্দ্র করে তরজা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। তৃণমূল বারবার বিজেপিকে অবাঙালির দল, বাঙালি সংস্কৃতির সঙ্গে সম্পর্কহীন বলে কটাক্ষ করেছে। এই আবহে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি সম্পর্কে এই বিস্ফোরক অভিযোগ এনে বিজেপিকে যথেষ্ট চাপে ফেলে দিলেন সাংসদ, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!