এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যে ভ্রুকুটি বাড়ছে করোনার, গত ২৪ ঘন্টায় আবার নতুন রেকর্ড

রাজ্যে ভ্রুকুটি বাড়ছে করোনার, গত ২৪ ঘন্টায় আবার নতুন রেকর্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। স্থানে স্থানে সুনামির মতো বাড়ছে করোনা। পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়ছে। এখনই রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না গেলেও, দিনদিন উদ্বেগজনক হয়ে উঠছে রাজ্যের পরিস্থিতি। এই আবহে গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৫০০ জনেরও বেশি মানুষ। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজ্যের মোট ৪ জন মানুষ।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রামিত হয়েছেন মোট ৫১৬ জন। এরমধ্যে ১৬৭ জন হলেন কলকাতার অধিবাসী ও ১১৫ জন হলেন উত্তর ২৪ পরগনা জেলার অধিবাসী। এছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বর্ধমান জেলার বেশ কিছু বাসিন্দা। অন্যদিকে করোনায় যে চারজনের মৃত্যু হয়েছে, তাঁরা হলেন কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলার অধিবাসী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে আগামীকাল থেকে শুরু হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচন। নির্বাচনী প্রচারে বিপুল জনসমাগম থেকে উদ্বেগ বাড়ছে সংক্রমণের। নির্বাচনের প্রচার থেকে যেমন সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে, সেই সঙ্গে মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহারে সচেতন নন রাজ্যবাসী, সামাজিক দূরত্ব উপেক্ষা করে চলছে বিপুল জমায়েত। যা থেকে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে যথেষ্টভাবে।

প্রসঙ্গত, গতবছর এরকম সময়েই কলকাতা, উত্তর ২৪ পরগনা করোনার ২ হটস্পট হয়ে উঠেছিল। এবারও এই দুই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের। যদিও, রাজ্যের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি, কিন্তু যেভাবে করোনা বাড়ছে তাতে যথেষ্ট উদ্বেগ রয়েছে।

এই পরিস্থিতিতে লোকাল কনটেনমেন্ট জোন তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। নির্বাচন থাকার কারণে লকডাউন ঘোষণা করা প্রায় অসম্ভব বলেই, একাধিক মহলের দাবি। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি করোনা হাসপাতাল গুলোকে সম্পূর্ণভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!