এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > রাজ্যে বোমা উদ্ধারের সাথে সাথে বাড়ছে আতংক, তীব্র চাপানউতোর রাজনৈতিক মুহলে

রাজ্যে বোমা উদ্ধারের সাথে সাথে বাড়ছে আতংক, তীব্র চাপানউতোর রাজনৈতিক মুহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও বোমা উদ্ধার রাজ্যে। রাত পোহালেই দ্বিতীয় দফা নির্বাচন রাজ্যে। আর তার আগে বোমা উদ্ধার তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। এই নিয়ে চলছে রাজনৈতিক চাপান-উতোর। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এবারের বিধানসভা ভোট নির্বাচন কমিশন যতই হিংসামুক্ত করার চেষ্টা করুক না কেন, রাজ্যজুড়ে যেভাবে মুড়ি-মুড়কির মতো বোমের খোঁজ পাওয়া যাচ্ছে, তাতে অবস্থা যে গুরুতর হয়ে উঠতে চলেছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। এবার প্রায় এক ডজন বোমার খোঁজ পাওয়া গেল মেদিনীপুরের পটাশপুর এর সাঁরা গ্রামে। উল্লেখ্য, পটাশপুরের ভোট কিন্তু মিটে গেছে প্রথম দফায়, তাহলে এত বোমা পাওয়ার পেছনের কারণ কি?

বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। বৃহস্পতিবার নন্দীগ্রাম, পাঁশকুড়া পূর্ব, ময়না, তমলুক, চন্ডিপুর সহ মেদিনীপুর জেলার মোট আটটি কেন্দ্রে ভোট হতে চলেছে। নজর অবশ্যই নন্দীগ্রামের দিকে। কিন্তু নন্দীগ্রামের আঁচ লেগেছে রাজ্যের সর্বত্র। কারণ নন্দীগ্রাম থেকে মুখোমুখি লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। যথারীতি বিভিন্ন এলাকা ইতিমধ্যেই স্পর্শকাতর বলে ঘোষণা করেছে কমিশন। তার মধ্যেই বুধবার সকালে পটাশপুর 1 নম্বর ব্লকের নৈপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাঁরা গ্রামে একটি কাঠের মিলের কাছে 10 থেকে 12 টি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। এতগুলি বোমাকে দেখে খুব স্বাভাবিকভাবেই মানুষের আতঙ্ক বেড়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশে খবর গেলে তড়িঘড়ি এলাকায় আসে পুলিশ। ভোট মিটে গেলেও পটাশপুরে বোমা পাওয়ার অন্য কারণ সামনে আসছে। জানা গিয়েছে, যেখানে বোমা পাওয়া গেছে সেখান থেকে সবং এবং ময়না খুবই কাছে। পটাশপুরের তৃণমূল প্রার্থী উত্তম বাউড়ির অভিযোগ, বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট, তাই কড়া পাহারা রয়েছে নন্দীগ্রাম, পাঁশকুড়া সহ বিভিন্ন এলাকায়। যথারীতি প্রথম দফায় ভোট হয়ে যাবার পর পটাশপুরের নজরদারি অনেকটাই হালকা হয়ে গিয়েছে। তাই তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘাঁটি গেড়েছে সেখানে, আর এক ডজন বোমা উদ্ধার সে দিকেই ইঙ্গিত করছে। অন্যদিকে পটাশপুরের স্থানীয় বিজেপি নেতা বিদেশ পাত্র জানিয়েছেন, মানুষ বিজেপির পাশে রয়েছে।

বিধানসভা ভোটে মানুষের নির্বাচনে মানুষের ভোটে বিজেপি জয়ী হবে তাই সন্ত্রাসের সঙ্গে বিজেপির কোন যোগাযোগের সম্ভাবনা নেই। নন্দীগ্রামে ভোটের আগে মেদিনীপুরের অন্য একটি জায়গা থেকে বোমা উদ্ধার অবশ্যই রাজনৈতিক বিতর্ক কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। নির্বাচনে অশান্তি পাকাতে ইতিমধ্যেই অস্ত্রের মজুদ শুরু হয়েছে যে রাজ্যে, বিভিন্ন সময়ে তা বোঝা যাচ্ছে বোমা অস্ত্র ধরা পড়ায়। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কড়া নজরদারি সত্ত্বেও কিভাবে রাজ্যে বোমা-গুলি আসছে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে নির্বাচন কমিশনকে নিয়ে। আপাতত বারোটি বোমাকে নিষ্ক্রিয় করে এর পেছনের আসল রহস্য উদ্ধারে নেমেছে পুলিশ।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!