এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত ঊর্দ্ধমুখী, ব্যাপক আতংক রাজ্যজুড়ে

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত ঊর্দ্ধমুখী, ব্যাপক আতংক রাজ্যজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে যেরকম ভোটের উত্তাপ বাড়ছে, ঠিক সেভাবেই বেড়ে চলেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে দ্বিতীয় দফায় করোনা তার খেলা দেখাতে শুরু করেছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে আংশিক লকডাউন শুরু হয়ে গেছে। এদিকে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। অষ্টম দফা নির্বাচনের শেষ হতে এবং নির্বাচনী ফলাফল বের হতে এখনো একমাস দেরী।

 কিন্তু এর মধ্যেই যেভাবে ভোটের প্রচার চলছে, জনসভা চলছে তাতে করোনা যে ভয়ঙ্করভাবে বেড়ে উঠবে, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ রাখছেন না বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। একলাফে এ রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে 1700। পাশাপাশি মানুষের আতংকও বাড়ছে।

শুক্রবার দৈনিক করোনা সংক্রমণ যেরকম বেড়েছে, ঠিক সেভাবেই সক্রিয় হওয়ার সংখ্যাও বেড়ে সাড়ে সাত হাজার ছাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, বিগত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1733 জন।বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল মোট 5 লাখ 88 হাজার 189 জন বলে জানা গেছে । শুক্রবারে তা 1733 জন বেড়ে গিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5 লাখ 89 হাজার 922 জনে। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 10 হাজার 335। গত শুক্রবারেও  চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী 7692 জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন 1179 জন সক্রিয় হয়েছেন বলে জানা গিয়েছে। একইসাথে গত 24 ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন 550 জন। এখনো পর্যন্ত মোট করোনা মুক্ত হয়েছেন 5 লক্ষ 71 হাজার 895 জন। করোনা টেস্ট হয়েছে 92 লক্ষ 25 হাজার 351 জনের। আজকেও টেস্ট হয়েছে 26 হাজার 986 জনের। এই মুহূর্তে রাজ্যে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলায় করোনার হার ঊর্ধ্বমুখী। 

কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 34 হাজার 475 জন। এদিনও নতুন করে 513 জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি উত্তর 24 পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 26 হাজার 699 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন উত্তর 24 পরগনায় 331 জন।

উত্তর 24 পরগনায় পরেই স্থান নিয়েছে দক্ষিণ 24 পরগনা। সেখানে 173 জন করোনা আক্রান্ত হয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট 38076। হাওড়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 37050। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 159 জন। হুগলিতে 80 জন আক্রান্ত হওয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30268 জন। 

আপাতত যতদিন না মানুষ নিজের সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করবে, ততদিন করোনার এই হার ক্রমাগত বাড়তে থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি এমনই যেখানে কোনরকম নিয়ম-কানুন মানা হচ্ছেনা, যা একপ্রকার বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে বাংলাকে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে কিভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!