এখন পড়ছেন
হোম > অন্যান্য > ফের কলকাতায় ব্যাপক হারে শুরু করোনার দাপট, ফের কি হবে লকডাউন!

ফের কলকাতায় ব্যাপক হারে শুরু করোনার দাপট, ফের কি হবে লকডাউন!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শহরে এসেছে শীতের আমেজ। এই সময়টা প্রতিবছর মানুষ শহরের নতুন ঋতুকে আমন্ত্রণ জানাতে নানা উৎসব সমারোহে মধ্য দিয়ে উদযাপন করে থাকে। সেখানে বেড়াতে যাওয়া, পিকনিক, দুপুরের মিষ্টি রোদে ময়দানে হাঁটা এমন অনেক কাজের মধ্যে দিয়ে উপভোগ করে থাকে শহরের মানুষ। কিন্তু এবছর পরিস্থিতি প্রতিবারের মত নয়।

করোনার কারণে মানুষের জীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে গেছে। তাই এবছর মানুষের কাছে ঋতু পরিবর্তন হওয়া মানেই করোনা সংক্রমণ হওয়ার ভয় নতুন করে মাথাচাড়া দিয়েছে। বস্তুত, ঋতু পরিবর্তনের সময় স্বাভাবিকভাবেই মানুষের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর সেখানে করোনা আক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যায় বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

অন্যদিকে যেভাবে কলকাতায় আবারও করোনা নতুন করে সংক্রমণ বৃদ্ধি করছে, তাতে সেখানে ফের লকডাউন হবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে মানুষের মধ্যে। বস্তুত, এর আগে যদিও দিল্লিতে লকডাউন হওয়ার কথা ঘোষণা করেছিল দিল্লি সরকার। কিন্তু এতদিন লকডাউনের পর মানুষ যখন সবই নিজের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে তখন আবারও নতুন করে লকডাউনের ভাবনা আশঙ্কা তৈরি করেছেন মানুষের মধ্যে।

রবিবার রাজ্য স্বাস্থ্য ভবনের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৭৯ জন। ফলে কলকাতায় মোট আক্রান্ত প্রায় এক লক্ষ ছড়িয়েছে। এরপরই উঠে এসেছে উত্তর ২৪ পরগণার নাম। যেখানে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজারের বেশি।

কলকাতা ও উত্তর ২৪ পরগণা মিলে মোট করোনা আক্রান্ত গিয়েছে ১ লক্ষ ৯৪ হাজার ১৮৪ জন মানুষ। যেখানে রাজ্যের বাকি ২১ জেলায় মোট আক্রান্ত মানুষের সংখ্যা ২ লক্ষ ৬২ হাজার ১৭৭ জন। অন্যদিকে পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় মোট করোনা সংক্রমিত হয়েছেন ৪ লক্ষ ৫৬ হাজার ৩৬১ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু কলকাতাতে একদিনে প্রায় ৯০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় শহরে মৃত্যু হয়েছে ১৫ জনের। তার ফলে কলকাতায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আড়াই হাজারেরও বেশি। জানা গেছে, কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১৫ জনের।

যেখানে উত্তর ২৪ পরগণায় ১২ জনের মৃত্যু হয়েছে। বস্তুত এই দুই জেলা মিলে রাজ্যে করনাতে একদিনে মোট মৃত্যু হয়েছে ২৭ জনের। যেখানে বাকি ২১ জেলায় একদিনে মোট মৃত্যু হয়েছে মাত্র ২২ জনের। ফলে রাজ্যে গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ জন। ফলে এই দুই জেলা যে বাকি সব জেলাকে টক্কর দিচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে।

অন্যদিক, কলকাতায় একদিন সুস্থ হয়ে উঠেছেন ৯১৯ জন। ফলে এই পর্যন্ত শহরে মোট সুস্থ হয়ে উঠেছেন ৯০ হাজার ৪৯৪ জন মানুষ। আর উত্তর ২৪ পরগণায় একদিনে সুস্থ হয়েছেন ৮৮৫ জন। অন্যদিকে, সব মিলিয়ে এই পর্যন্ত মোট ৮৪ হাজার ৭৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন।তবে এখানে জানা গেছে, কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়াও আরও কয়েকটি জেলার সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের।

সেখানে উঠে এসেছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলী, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার নাম। জানা গেছে, এদের মধ্যে হাওড়াতে আক্রান্ত হয়েছেন ২৯,৮২২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩০,০৫৫ জন, হুগলীতে ২৩,৫৪২ জন, পশ্চিম বর্ধমানে ১২,৪৬৪ জন, পূর্ব মেদিনীপুরে ১৭,৪৮৮ জন, পশ্চিম মেদিনীপুরে ১৭,৩৫০ জন।

অন্যদিকে, নদীয়াতে ১৬,৬১৬জন, মুর্শিদাবাদে ১০,৪০৫ জন, মালদাতে ১১,১৩৪ জন, জলপাইগুড়িতে ১১,৬৩৯ জন, দার্জিলিংএ ১৪,৪৩৮ জন ও কোচবিহারে ১০,২৬৬ জন। রাজ্যের অন্য বাকি জেলায় মোট করোনা সংক্রমণ ১০ হাজারের নিচে আছে বলে জানা গেছে। সেইসঙ্গে রাজ্যে ভিন রাজ্যের কোনো রোগী হাসপাতালে চিকিত্‍সাধীন নেই বলেই জানান হয়েছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!