এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যে করোনার বাড়বাড়ন্তের জন্য তৃণমুলকেই দায়ী করলেন দিলীপ ঘোষ

রাজ্যে করোনার বাড়বাড়ন্তের জন্য তৃণমুলকেই দায়ী করলেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভোটের মুখে রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় যা ১৭ হাজারের গন্ডি অতিক্রম করেছে। রাজ্যের এই তীব্র করোনা পরিস্থিতির জন্য তৃণমূল সরকারকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণ হলো রাজ্য সরকারের আন্তরিকতার অভাব। তিনি জানালেন, এবার রাজনৈতিক তিক্ততা দূর করতে বিজেপির ক্ষমতায় আসা প্রয়োজন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বেও রাজ্যে করোনার বাড়বাড়ন্তের জন্য তৃণমুলকেই দায়ী করেছে বিজেপি শিবির। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচন কমিশনের কারণে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এবার এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই সমস্ত কথা বলছেন তৃণমূলের নেতারা। এসব কথা নিয়ে বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই।

দিলীপ ঘোষ জানালেন, জঙ্গলমহলে একাধিক সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে করোনা সংক্রমণ যথেষ্ট কম রয়েছে। তিনি আরও জানান, এবার বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীই আসতে চলেছেন। বিজেপিই বাংলার ক্ষমতা দখল করবে। এখন থেকেই সমস্ত ফাইল গায়েব করে দেওয়ার চেষ্টা করা হতে পারে। এমনকি আগুন লাগিয়ে দেবার সম্ভাবনাও আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!