এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যে করোনার হার কমার পিছনে বড়সড় সত্যি সামনে আসল, দুশ্চিন্তায় বিশেষজ্ঞরা

রাজ্যে করোনার হার কমার পিছনে বড়সড় সত্যি সামনে আসল, দুশ্চিন্তায় বিশেষজ্ঞরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কয়েকদিন যাবৎ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একটু কমতির দিকে। একটা সময় রাজ্যের করোনা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, যেখানে তড়িঘড়ি লকডাউন করা ছাড়া আর কোন রাস্তা ছিলনা বলেই দাবী প্রশাসনের। তবে দ্বিতীয় দফার লকডাউনে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। এখনো রাজ্য জুড়ে লকডাউন অব্যাহত। কিন্তু তার মধ্যে একটু আশার আলো দেখা দিয়েছে। রাজ্যের করোনা সংক্রমণ এই মুহূর্তে নেমে গিয়েছে 14 হাজারের নিচে। তবে তাতে আস্বস্ত হওয়ার কোনো কারণ এখনই নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ রাজ্যে এই মুহূর্তে করোনা পরীক্ষার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।

যার ফলস্বরূপ সংক্রামিতর সংখ্যাও ক্রমশ পড়তির দিকে। গতকাল রাজ্যে করোনা সংক্রামিতর সংখ্যা ছিল 16225। মৃত্যুর সংখ্যা এতদিন ধরে  দেড়শর ওপরে ছিল। কিন্তু গতকাল সেই হারও সামান্য কমেছে বলে জানা গিয়েছে। প্রাণ হারিয়েছেন 148 জন। পাশাপাশি গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যে 13046 জন। বর্তমানে রাজ্যে করোনা মুক্ত হয়েছেন 19121 জন। অন্যদিকে মুখ্যমন্ত্রী গতকালই লকডাউনের কড়াকড়ি আরো বেশ কিছু দিন বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছেন। অর্থাৎ আগামী 15 ই জুন পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে। বলা হচ্ছে, লকডাউন শুরু হবার দিন থেকেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমছে।

গত 15 ই মে করোনা আক্রান্তের সংখ্যা ছিল রাজ্যে 19511। কিন্তু বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী দেখা যাচ্ছে, গত 24 ঘন্টায় সংক্রামিত হয়েছেন 13046 জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 16225। গত 24 ঘন্টায় করোনায় মারা গিয়েছেন 148 জন। গতকাল এই সংখ্যাটা ছিল 153। অন্যদিকে জানা গিয়েছে, কলকাতা উত্তর 24 পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে 32 এবং 42। মৃত্যু হয়েছে দক্ষিণ 24 পরগনা এবং হুগলিতে যথাক্রমে 12 ও 7 জনের। কলকাতায় বর্তমানে সংক্রামিত হয়ে রয়েছে 1489 জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি আতঙ্ক বাড়িয়ে উত্তর চব্বিশ পরগণায় সংক্রামিতের সংখ্যা 2975 জন। একইসাথে জানা যাচ্ছে, হাওড়া, হুগলী এবং দক্ষিণ চব্বিশ পরগণায় করোনা আক্রান্ত হয়েছেন 1049, 596, 1094 জন। অন্যদিকে এখনো পর্যন্ত রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে 90.60%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে 1 লক্ষ 17 হাজার 154 জন। তবে সংক্রমণ কমলেও বিশেষজ্ঞরা নিশ্চিত হতে পারছেননা। কারণ জানা যাচ্ছে, গত কয়েকদিনে করোনা টেস্টের পরিমাণ এক ধাক্কায় কমে গিয়েছে প্রায় 60 হাজারের নিচে।

পাশাপাশি ঘূর্ণিঝড় ইয়াসের হামলায় যে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে রাজ্য তাতে টেস্টের পরিমাণ কমেছে। গত 24 ঘন্টায় 57123 জনের করোনা টেস্ট হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে বিশেষজ্ঞরা মোটেই এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে রাজি নন। টেস্ট না করলে যে সংক্রামিতর সংখ্যা কমবে সে কথা বলাই বাহুল্য। পাশাপাশি প্রতিষেধকের অপ্রতুলতা এই মুহূর্তে সব থেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপাতত দেখার, লকডাউন বাড়িয়ে দেওয়ায় আগামী 15 জুনের পর করোনা সংক্রামিতের সংখ্যা কোথায় পৌঁছাচ্ছে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!