এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নজরে একুশ, নেতাজিতে ভর করেই বাজিমাতের মহা পরিকল্পনায় প্রধানমন্ত্রী মোদী? বাড়ছে জল্পনা

নজরে একুশ, নেতাজিতে ভর করেই বাজিমাতের মহা পরিকল্পনায় প্রধানমন্ত্রী মোদী? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি দলের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত এবং রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম অংশ হয়ে উঠছে বাংলার মনীষীরা। গেরুয়া শিবির বাংলার মানুষের সেন্টিমেন্ট ছুঁতে আশ্রয় নিচ্ছেন মনীষীদের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিছুদিন আগেই গেরুয়া শিবির থেকে ঘটা করে পালন হল স্বামীজির জন্মদিন। আর এবার সামনে আসছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিবস। সেই উপলক্ষে এবার জোর তোড়জোড় শুরু গেরুয়া শিবিরের। স্বয়ং প্রধানমন্ত্রী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ইতিমধ্যে কমিটি তৈরি করে ফেলেছেন।

পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে রাজ্যে আসতে চলেছেন বলে খবর। অন্যদিকে প্রধানমন্ত্রী এই সফরে দলীয় কর্মসূচিতেও অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে। যথারীতি প্রধানমন্ত্রীর দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া এ রাজ্যের গেরুয়া কর্মীদের যে উদ্বুদ্ধ করবে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। প্রসঙ্গত জানা যাচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে নেতাজির পরিবারের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশাপাশি রেড রোডেও নেতাজির মূর্তিতে মাল্যদান করা হবে। আর এই দুই অনুষ্ঠানেই উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিবারের মত এবারেও রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন বলে জানা গিয়েছে। আর কদিন পরেই রাজ্যে ভোট, বাংলার মসনদ দখলের লড়াই, তাই গেরুয়া শিবির থেকে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জেলা সফরে নিয়ে যাবার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর ভাষণে একদিকে যেমন রাজ্য সরকারকে কোণঠাসা করা যাবে, অন্যদিকে গেরুয়া কর্মীদেরও ব্যাপকভাবে উদ্বুদ্ধ করা যাবে বলে দাবি গেরুয়া শিবিরের কর্মকর্তাদের। প্রসঙ্গত, নেতাজির জন্ম দিবস পালন করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটিতে নেতাজির পরিবারের সদস্যদের পাশাপাশি নেতাজি কন্যাসহ রাজ্যের 30 জন বিশিষ্ট ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং উল্লেখযোগ্যভাবে তাঁদের মধ্যে অন্যতম হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশেষজ্ঞদের মতে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে কর্মসূচি পালন করবে গেরুয়া শিবির। বাংলার মানুষের মন বোঝেনা বলে গেরুয়া শিবিরের যে অপবাদ আছে এবার তা ঘোচাতে মরিয়া রাজ্য বিজেপি। সেক্ষেত্রে বাঙ্গালীদের কাছে পেতে মনীষীদের হাত ধরেছে গেরুয়া শিবির বলে মনে করা হচ্ছে। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ রাজ্যে এসে নেতাজির জন্মজয়ন্তী পালন করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!