এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যে এবার পুরভোটের দামামা বেজে উঠল!পুরভোটের কারণে এবার তৃণমূল দলে নতুন পদক্ষেপ

রাজ্যে এবার পুরভোটের দামামা বেজে উঠল!পুরভোটের কারণে এবার তৃণমূল দলে নতুন পদক্ষেপ

রাজ্যে উপনির্বাচনের ঘোষণার পরেই এবার পুরভোটের দামামা বাজল। আগামী বছরের মার্চ, এপ্রিল, মে মাস জুড়ে রাজ্যে পুরসভার নির্বাচন হবে বলে মনে করা হচ্ছে। উপ নির্বাচনের পর পুরভোটে বিজেপি আসন দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে তৃণমূল ভোট কৌঁসুলি প্রশান্ত কিশোরের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। আর সেই পদক্ষেপ গ্রহণের শুরুতেই কালীঘাটের জয়হিন্দ ভবনে কলকাতার কাউন্সিলরদের নিয়ে তৃণমূল নেতৃত্ব বৈঠকে বসলেন।

বৈঠক হেতু তৃণমূল নেতৃত্বের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতার 114 জন কাউন্সিলরই যেন এই বৈঠকে উপস্থিত থাকেন। সূত্রের খবর, ভোট গুরু প্রশান্ত কিশোর এর কথা অনুযায়ী এই বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। এই পুরভোটকে কেন্দ্র করে বর্তমানে রণকৌশল স্হির করছে তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, তৃণমূল নেতৃত্বের ডাকা বৈঠকে উপস্থিত আছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আগে থেকেই ঠিক ছিল এই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, প্রশান্ত কিশোরের কথা অনুযায়ী এবার তৃণমূল দলে বড় পরিবর্তন হতে চলেছে। আর তার আগেই দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকে তাদের কাজকর্মের পর্যালোচনা করাই এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল বলে জানা গেছে।

সমগ্র বিষয় পর্যবেক্ষণ করে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, তৃণমূল যেভাবে পরিকল্পনার সাথে এগিয়ে চলেছে প্রশান্ত কিশোরের কথা অনুযায়ী তা থেকে বোঝা যাচ্ছে 2021 এর বিধানসভা নির্বাচনকে তাঁরা পাখির চোখ করছে। তবে সামনে রাজ্যে কলকাতা কর্পোরেশনসহ বহু জায়গায় পুরভোট হতে চলেছে। আর এই পুরভোটকে নিশানা করে রাজ্যের যুযুধান রাজনৈতিক শিবিরগুলি নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। আপাতত সামনের পুরভোটের দিকে তাকিয়ে তামাম রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!