এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যে ফের ভ্রুকুটি করোনার, একদিনে রেকর্ড আক্রান্ত

রাজ্যে ফের ভ্রুকুটি করোনার, একদিনে রেকর্ড আক্রান্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর এরকম সময়েই দেশে শুরু হয়েছিল করোনার তীব্র সংক্রমণ, জারি হয়েছিল লকডাউন। এক বছর পর আবার একই রকম অবস্থা দেখা যাচ্ছে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সবচেয়ে জটিল অবস্থা মহারাষ্ট্রে। এবার পশ্চিমবঙ্গেও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। নির্বাচনের প্রাক্কালে উদ্বেগ বাড়ছে প্রশাসনের।

আনলক পর্ব থেকেই স্বাস্থ্যবিধি অনেকটা ঢিলেঢালা হয়ে পড়েছিল এ রাজ্যে। সম্প্রতি স্বাস্থ্যবিধির নিয়ে মানুষের সচেতনতা প্রায় তলানিতে এসে পৌঁছেছে। মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার অনেকটাই কমে গেছে। সেই সঙ্গে বাড়ছে বিপুল জমায়েত। হেলায় অমান্য করা হচ্ছে সামাজিক দূরত্ব। ফলে বাড়ছে ক্রমাগত সংক্রমণ। গত তিনদিন ধরে এ রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৩০০ অতিক্রম করেছে। এদিকে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। জনসভা, মিটিং, মিছিল থেকে বাড়ছে আশঙ্কা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারা রাজ্যে করোনা সংক্রামিত হয়েছেন ৩৫৭ জন। যা জানুয়ারি মাসের পর রেকর্ড বলা যায়। মনে রাখতে হবে, গত সপ্তাহেও দৈনিক করোনার সংক্রমণ ২০০ -২৫০র মধ্যে ছিল। গত বুধবার দৈনিক করোনা সংক্রমণ ৩০০ অতিক্রম করে। এরপর গত বৃহস্পতিবার তা ছিল ৩২৩। তবে, আশার কথা একটাই যে, গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ২৯০ জন।

করোনা সংক্রমণ সর্বাধিক রয়েছে রাজধানী কলকাতায়। এছাড়া হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে সংক্রমণ ক্রমাগত বাড়ছে। এর সাথে সাথেই আশঙ্কা রয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদীয়াকে নিয়ে। করোনা সংক্রমণ রুখতে একদিকে চলছে টিকাকরণের কাজ, অন্যদিকে টেস্টিং বাড়ানোর কাজ চলছে। করোনার সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দপ্তরের।

সম্প্রতি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বেশ কিছু স্থানে লকডাউন, নাইট কারফিউ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নি। কিন্তু এখনই যদি জনগণ সচেতন না হন, প্রশাসন যদি কঠোর না হয়, তবে এ রাজ্যেও আবার ফিরে আসতে পারে লকডাউন, এমন আশঙ্কা করছেন অনেকেই। নির্বাচনের প্রাক্কালে রাজ্যকে নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!