এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যে হাজির হয়েই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের, বিরোধীদের নৈতিক জয় দেখছেন অনেকেই

রাজ্যে হাজির হয়েই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের, বিরোধীদের নৈতিক জয় দেখছেন অনেকেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজ্যে হাজির হয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ইতিমধ্যেই কমিশনে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা গিয়ে তাঁদের বক্তব্য জানিয়ে এসেছেন। এর আগেও কিছুদিন আগেই উপ নির্বাচন কমিশনার রাজ্যের প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তুলেছিলেন। এদিন আবারও রাজ্যের সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল অরোরা সহ বাকি আধিকারিকরা। এবং সেখানেই জানা গিয়েছে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবারের নির্বাচনে কোনমতেই ব্যবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ার এবং গ্রীন পুলিশদের।

প্রসঙ্গত, বিরোধীরা বরাবরই অভিযোগ তুলে আসছে তৃণমূল নেতারা এই সিভিক ভলেন্টিয়ার এবং গ্রীন পুলিশদের দলীয় ক্যাডার রূপে ব্যবহার করে। বিভিন্ন সময় অনৈতিক কাজকর্মে সাহায্য করতে দেখা যায় তাঁদের। আর তাই নির্বাচন কমিশনের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার এবং গ্রীন পুলিশদের ব্যবহার না করা নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, কমিশনের পক্ষ থেকে প্রত্যেক জেলা ভিত্তিক সিভিক ভলেন্টিয়ার এবং গ্রীন পুলিশে কর্মরত কর্মীদের তালিকা চাওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এই তালিকা ধরে নির্বাচন কমিশন নজর রাখবে যাতে কোন গ্রীন পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার সরকারি কাজে যাতে ব্যবহৃত না হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন নির্বাচন কমিশনের আধিকারিকরা রাজ্যের প্রশাসনিক কর্তাদের কাছে সেভিক ভলান্টিয়ার ও গ্রীন পুলিশদের বিস্তারিত তথ্য তলব করেছেন। শুধু তাই নয়, কমিশনের কর্তারা জানতে চেয়েছেন সিভিক ভলেন্টিয়ার বা গ্রীন পুলিশের কাজ সম্পর্কে সবিস্তার রিপোর্ট। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার প্রশ্নে তাঁদের ভূমিকা কি? তাঁদের কে নিয়ন্ত্রণ করেন ইত্যাদি প্রসঙ্গে প্রশ্ন এসেছে নির্বাচন কমিশনের আধিকারিকদের থেকে। সিভিক ভলেন্টিয়ার এবং গ্রীন পুলিশদের নিয়ে আজ শুক্রবার রাজ্য পুলিশের সঙ্গে বৈঠকে বসবেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচন রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই নির্বাচন কমিশন ফুল বেঞ্চ নিয়ে এসে ইতিমধ্যেই রাজ্যের নির্বাচনী তত্ত্বাবধানে লেগে পরেছেন। সেক্ষেত্রে রাজ্যের গ্রীন পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের আটকে দিয়ে নির্বাচন কমিশন কিন্তু কিছুটা চাপের মুখে ফেলল তৃণমূল শিবিরকে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। আবার ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন নির্বাচন কমিশনের এই পদক্ষেপে কার্যত রাজ্যে নৈতিক জয় হল বিরোধীদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!