এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে কেন এলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী? জেনে নিন প্রকৃত কারণ

রাজ্যে কেন এলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী? জেনে নিন প্রকৃত কারণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রাতেই রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ ছিল তাঁর ঠাকুরনগরের সভা, যেখানে কেন্দ্রীয় আইন সিএএ বিষয়ে বার্তা দেওয়ার কথা ছিল, আবার আগামীকাল হাওড়ায় ছিল যোগদান মেলা কর্মসূচি। কিন্তু, গতকাল দিল্লির ইজরায়েল দূতাবাসের সামনে অকস্মাৎ বিস্ফোরণের কারণে বাতিল করে দেয়া হলো স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর। তবে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, আগামীকালের যোগদান মেলা কর্মসূচি বাতিল হবে না, দিল্লি থেকে আসবেন কোন কেন্দ্রীয় বিজেপি নেতা।

গতকাল ইজরায়েল দূতাবাসের সামনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। যদিও বিস্ফোরণ তেমন ভয়াবহ নয়। কিন্তু বিদেশি দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটলে তার সুরক্ষার দায় স্বরাষ্ট্রমন্ত্রকের উপর বর্তায়। তাই স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে এসময় দিল্লি ছেড়ে অন্যত্র যেতে চাননি তিনি। বাতিল করে দিয়েছেন বঙ্গ সফর। দিল্লির পুলিশ ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে এই ঘটনার তদন্ত করছেন ও নিরাপত্তা বিষয়টি দেখছেন। গতকাল দিল্লির আবদুল কালাম রোডে আইইডি বিস্ফোরণ ঘটেছিল। তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল বিস্ফোরণের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, আইবির প্রধান ও দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁদের মধ্যে একাধিক বৈঠক চলছিল। এরপর নিরাপত্তাজনিত কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর বাতিল করে দেয়া হয়। বিষয়টি দিল্লি থেকে জানিয়ে দেয়া হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফর বাতিল হওয়ার কারণে ঠাকুরনগরে যাওয়া, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ভিটা দর্শন সমস্ত কিছু বাতিল হল। তবে বিজেপি সূত্রে জানা গেছে ডুমুরজলার যোগদান মেলা বাতিল হবে না। এ সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, আগামীকাল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যোগদান মেলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পরিবর্তে অন্য কোন কেন্দ্রীয় বিজেপি নেতা আসবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার আসার সম্ভাবনা রয়েছে। তিনি যদি না আসেন, তবে আসতে পারেন রাজনাথ সিং।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!