এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে কি এবার তাহলে 356 ধারা আসতে চলেছে? কি বলছেন বিশেষজ্ঞরা? জেনে নিন

রাজ্যে কি এবার তাহলে 356 ধারা আসতে চলেছে? কি বলছেন বিশেষজ্ঞরা? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে রাজ্য রাজনীতিতে সবথেকে যে বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে, তা হল রাজ্যে 356 ধারা জারি। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে রাজনৈতিক হিংসাকে হাতিয়ার করে 356 ধারা জারির দাবি করা হয়। একই সুরে সুর মিলিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকরও।

তবে এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, বর্তমান পরিস্থিতিতে রাজ্যে 356 ধারা জারি করলে বিজেপি কি সত্যিই আদৌ কোন সুবিধা করতে পারবে? কারণ ইতিহাস বলছে 356 ধারাকে হাতিয়ার করে কোনো রাজনৈতিক দলই সুবিধা করে উঠতে পারেনি। এক্ষেত্রে 1984 সালে একের পর এক রাজ্যে 356 ধারা জারি করার পর চরম মূল্য দিতে হয়েছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে।

তবে প্রশ্ন উঠেছে, শুধু কি রাজনৈতিক হিংসাই একমাত্র কারণ গেরুয়া শিবিরের 356 ধারা জারি করার প্রবল দাবির পেছনে? বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে ইতিমধ্যেই বিজেপির অন্দরে শুরু হয়েছে ভাঙন। গত সোমবার রাজ্যপালের সঙ্গে বিরোধী দলনেতার বৈঠকে গরহাজির হতে দেখা গিয়েছে বিজেপির বেশ কয়েকজন বিধায়ককে।

এই সব মিলিয়ে গেরুয়া শিবির বাংলায় মোটেই স্বস্তিতে নেই। সেক্ষেত্রে তাঁদের ধারণা তৈরী হতে পারে, রাজ্যে যদি কোনভাবে 356 ধারা জারি করে শাসনক্ষমতা দখল করা যায়, তাহলে হয়ত পরিস্থিতি বিজেপির অনুকূলে যেতে পারে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর ফল হিতে বিপরীত হবার সম্ভাবনা বেশী।

কারণ রাজ্যের মানুষ 48 শতাংশ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তথা তৃণমূল সরকারকে। সে জায়গায় 38 শতাংশের বেশি এগোতে পারেনি বিজেপি। তাই মানুষের সিদ্ধান্তকে যদি এভাবে অগ্রাহ্য করা হয়, তাহলে আগামী দিনে বড় বিপর্যয় ঘটতে পারে গেরুয়া শিবিরে।

রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, 2021 এর বিধানসভা নির্বাচন যেভাবে পরিচালিত হয়েছে তা রাষ্ট্রপতি শাসনের তুলনায় কম কিছু নয়। সম্পূর্ণরূপে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট হয়েছে। তারপরেও কিন্তু ক্ষমতায় এসেছে তৃণমূল। সুতরাং দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে যে দল ক্ষমতায় এসেছে মানুষের ভোটে, তাকে 356 ধারার মতন হাতিয়ার ব্যবহার করে যদি ফেলে দেওয়া হয়, তার ফল কিন্তু মারাত্মক হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বিভিন্ন রাজ্যে হেরে গিয়েও বিজেপি সরকার গড়েছে শুধুমাত্র বিরোধী দল ভাঙ্যে। তারা কিন্তু অন্যান্য রাজ্যে 356 ধারা জারি করেনি। খুব স্বাভাবিকভাবে বোঝাই যায়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু 356 ধারা জারির ভবিষ্যত সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, গণতান্ত্রিক কারণে কখনও কখনও 356 ধারা জারি করার প্রয়োজনীয়তা এসে যায়। বাংলাতেও কিন্তু 1971 সাল থেকে রাষ্ট্রপতি শাসনের জেরে চারবার সরকার বদল হয়।

1977 থেকে অবশ্য বাংলা পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার। তবে গেরুয়া শিবির 356 ধারা জারী করার দাবি জানালেও তা সফল হওয়া নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থাকছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, 356 দিয়ে তৃণমূলকে চাপে ফেলতে গিয়ে কার্যত বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে পড়তে পারে রাজ্য গেরুয়া শিবির। অন্যদিকে বিরোধিতার ক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা কিন্তু ইতিমধ্যেই সবাই দেখেছে। সুতরাং কেন্দ্রীয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে বঙ্গ বিজেপির এই দাবী মেনে নেওয়া নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থাকছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!