এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যে ক্রমশ থাবা বিস্তার করোনার, দোল পূর্ণিমার দিনে বাড়লো তীব্র সংক্রমণ

রাজ্যে ক্রমশ থাবা বিস্তার করোনার, দোল পূর্ণিমার দিনে বাড়লো তীব্র সংক্রমণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ দাপাচ্ছে দেশজুড়ে, স্থানে স্থানে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গেও আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। গত ২৪ ঘন্টায় রাজ্যের মোট ৮২৭ জন করোনা আক্রান্ত হলেন। যার মধ্যে সবচেয়ে উদ্বেগ রয়েছে রাজধানী কলকাতা ও দুই ২৪ পরগনাকে নিয়ে। গত ২৪ ঘন্টায় রাজ্যে ২ জনের মৃত্যু ঘটেছে করোনায়।

গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট ৮২৭ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় মৃত্যু হলো ২ দুজনের। আবার গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৪৫৭ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯২ জন, উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯৩ জন, হাওড়ায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ জন, হুগলিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যজুড়ে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৪৯৭৬ জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই হোম কোয়ারান্টিনে থেকে চিকিৎসা চালাচ্ছেন। কলকাতা
পুরসভার পক্ষ থেকে করোনা বিষয়ে মানুষকে সচেতন করতে বিভিন্ন এলাকায় প্রচার চালানো হচ্ছে। এছাড়া একাধিক সর্তকতাও জারি করা হয়েছে। যেভাবে করোনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাতে উদ্বেগ বাড়ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের।

একে বিধানসভা নির্বাচন, তায় মানুষের অসচেতনতা করোনার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ করে তুলছে। তবে, রাজ্যজুড়ে সংক্রমণ বাড়লেও মানুষের মধ্যে তেমন সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহার তেমন একটা দেখা যাচ্ছে না। সেইসঙ্গে চলছে অবাধে জনসমাগম। যার ফলে সংক্রমণ বাড়ছে তীব্রভাবে। সরকার থেকে মানুষকে সচেতন করার জন্য একাধিক প্রচার চলছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!