এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যে প্রথম দফার নির্বাচন বিষয়ে বিশেষ ঘোষণা কমিশনের

রাজ্যে প্রথম দফার নির্বাচন বিষয়ে বিশেষ ঘোষণা কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আগামী ২৭ সে মার্চ থেকে শুরু হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচন। প্রথম দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেদিন। সেদিন রাজ্যের ৩০ টি বিধানসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রথম ভাগ, বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু আসনে সেদিন নির্বাচন রয়েছে। প্রথম দফার নির্বাচনে ব্যাপক পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে, জানান হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

রাজ্যে প্রথম দফার নির্বাচনে ৩০ টি বুথকেই স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রথম দফার নির্বাচনে ব্যাপক হারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। প্রয়োজন হলে আরো বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি আনা হবে রাজ্যে। জানানো হয়েছে, নির্বাচনের জন্য ৪৯৫ টি কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি রাজ্যে আনা হবে। প্রয়োজনে এর সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূলের প্রার্থী লাভলি মৈত্রর স্বামী সৌম্য রায়কে গ্রামীণ হাওড়া জেলা পুলিশের সুপার পদ থেকে অপসারিত করা হবে। যার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। কারণ, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থীর নিকটাত্মীয় কখনোই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারেন না। এ কারণেই তাঁকে অপসারিত করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, পোস্টাল ব্যালটের অপপ্রয়োগ ও দুর্নীতির আশঙ্কা থেকে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করে বিজেপি নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, পোস্টাল ব্যালটের অপব্যবহার করতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল। এই কারণে নির্বাচনের পূর্ব থেকেই এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানানো হয়েছে নির্বাচন কমিশনকে।

বস্তুত, আগামী বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরাপদ রাখাটাই নির্বাচন কমিশনের কাছে একটি বড় চ্যালেঞ্জ। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নিরাপদ ও অবাধ নির্বাচনের আর্জি জানানো হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনকরও আগামী বিধানসভা নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ, নিরাপদ রাখার নির্দেশ দিয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!