এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যে সম্প্রতি হয়ে যাওয়া দুই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল বিজেপির চাপানউতোর

রাজ্যে সম্প্রতি হয়ে যাওয়া দুই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল বিজেপির চাপানউতোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাংলার রাজনীতিতে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পাচ্ছে। সম্প্রতি ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের বিজেপির বাহুবলী নেতা মনীশ শুক্লার হত্যা হয়ে গেছে প্রকাশ্যে। আবার দিন কয়েক আগেই বেলেঘাটার জনবসতিপূর্ণ এলাকায় হঠাৎ করেই বোমা বিস্ফোরণ। সব মিলিয়ে বিরোধীদের দাবি, রাজ্যের আইন-শৃঙ্খলা ক্রমাগত ভেঙে পড়ছে প্রশাসনিক অবহেলায়। ইতিমধ্যেই এই দুই চাঞ্চল্যকর ঘটনার কারণে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে গেরুয়া শিবির।

তবে বিজেপি নেতা মনীশ শুক্লার হত্যার তদন্ত সিআইডির হাতে থাকলেও বেলেঘাটা বিস্ফোরণকাণ্ডে তদন্তের ভার ইতিমধ্যে হাতে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। তাঁরা তদন্তেও নেমেছে বলে জানা গেছে। মনীশ শুক্লা হত্যার ঘটনায় ইতিমধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক চাপানউতোর। মনীশ হত্যার প্রতিবাদে একদিকে যেরকম বিজেপি মিছিল করেছে, ঠিক সেরকমই তৃণমূলেরও বিশাল মিছিল দেখা গেছে এলাকায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সিআইডি তদন্তে নেমে ইতিমধ্যে ব্যারাকপুর ও টিটাগড়ের দুই পুরপ্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে বলে জানা গেছে। যদিও এই জিজ্ঞাসাবাদের ফলে সিআইডির হাতে নতুন কোন তথ্য এসে পৌঁছেছে কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি। অন্যদিকে বেলেঘাটা বিস্ফোরণ কাণ্ডের তীব্রতা এত বেশী ছিল যে একটি ক্লাবের ছাদ উড়ে যায়। জানা গেছে, ঐ ক্লাবঘরেই মজুত ছিল বোমা তৈরির জন্য সরঞ্জাম। ফরেনসিক রিপোর্টেও সেরকমই ইঙ্গিত মিলেছে বলে জানা যাচ্ছে।

তদন্তে নেমে এনআইএ ইতিমধ্যেই ঐ ক্লাবকর্তাদের ডেকে পাঠিয়েছে বলে জানা গেছে। তবে এনআইএ এর পক্ষ থেকেও এমন কিছু তদন্ত সূত্র জানা যায়নি। সব মিলিয়ে বাংলার বুকে এই মুহূর্তে মনীশ শুক্লা হত্যাকাণ্ড এবং বেলেঘাটা বিস্ফোরণ নিয়ে টানটান উত্তেজনা। দুটি ঘটনায় রাজনৈতিক যোগসূত্র থাকার ইঙ্গিতে তরজায় মেতেছে তৃণমূল, বিজেপি শিবির। আপাতত, এই দুটি ঘটনার তদন্ত সূত্র কোথায় গিয়ে দাঁড়ায়, সে দিকেই নজর থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!