এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যে সংক্রমণ বৃদ্ধির জন্য সরকারকে কাঠগড়ায় তুলতেই, শুভেন্দুকে পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদের

রাজ্যে সংক্রমণ বৃদ্ধির জন্য সরকারকে কাঠগড়ায় তুলতেই, শুভেন্দুকে পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নবান্নের কারণে রাজ্যে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। বড়দিন, ইংরেজি নববর্ষের উৎসব পালিত হয়েছে, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের উৎসব পালন করা হয়েছে। বিপর্যয় বেহাল জনস্বাস্থ্য ব্যবস্থায় সবসময়ই এগিয়ে থাকে বাংলা। বিধিনিষেধের ফলে শেষ পর্যন্ত মানুষকে কষ্ট ভোগ করতে হবে। শুভেন্দু অধিকারীর এই টুইটের পর তাঁর বিরুদ্ধে পাল্টা বক্তব্য রাখলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।

শুভেন্দু অধিকারীর টুইটের পাল্টা হিসেবে সৌগত রায় জানালেন, শুভেন্দু অধিকারীর কাজটাই হলো যেখান থেকে পারেন, বুঝে না বুঝে টুইট করেন। তাই শুভেন্দু অধিকারীর টুইটের গুরুত্ব কী আছে? তা তিনি জানেন না। সংক্রমণের হার বেড়েছে, তা সকলকে চিন্তায় ফেলে দিচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার বিপর্যয় ও বেহাল জনস্বাস্থ্য ব্যবস্থায় এগিয়ে বাংলা। শুভেন্দু অধিকারীর এই কটাক্ষের জবাবে তিনি জানালেন, জনস্বাস্থ্য রক্ষা করার ব্যাপারে বাংলা এগিয়ে থাকে। ভ্যাকসিনের ব্যাপারে বাংলা এগিয়ে থাকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আছে বাংলা। তাই শুভেন্দু অধিকারী কি বললেন? তার কোনো গুরুত্ব নেই। তিনি জানান, গত কয়েকদিনে সংক্রমণ বেড়েছে।

নববর্ষকে কেন্দ্র করে অনেক জায়গায় অনেক মানুষ জমায়েত করেছিলেন।
সরকার দু’একদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। শুভেন্দু অধিকারীর কোনো দায়িত্ব নেই, একটা কিছু বলে দিতে পারলেই হলো। তাঁর মন্তব্যের জন্য কেউ অপেক্ষা করছে না। সরকার গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিচ্ছে, কাল,পরশু থেকে সরকার উপযুক্ত ব্যবস্থা কার্যকর করবে। এভাবেই। করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য রাজ্যকে কাঠগড়ায় তুলতেই শুভেন্দু অধিকারী বিরুদ্ধে পাল্টা কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!