এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাজ্যে উপনির্বাচনের ট্রেন্ড কোনদিকে যাচ্ছে? কে হাসবে জয়ের হাসি?

রাজ্যে উপনির্বাচনের ট্রেন্ড কোনদিকে যাচ্ছে? কে হাসবে জয়ের হাসি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 30 শে অক্টোবর রাজ্যের চারটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়। যার মধ্যে রয়েছে গোসাবা, দিনহাটা, শান্তিপুর এবং খড়দহ। এই চারটি কেন্দ্রকে নিয়ে ব্যাপক টানাপোড়েন চলছিল রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপির মধ্যে। এই চারটি আসনের দুটি কেন্দ্র অর্থাৎ দিনহাটা এবং শান্তিপুর একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল এবং গোসাবা ও খড়দহ তে জয়লাভ করেছিল তৃণমূল।

পরবর্তীতে অবশ্য দিনহাটা এবং শান্তিপুর থেকে দুই বিজেপি বিধায়ক যথাক্রমে নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার নিজেদের বিধায়ক পদ ছেড়ে দেন এবং সাংসদ পদ ধরে রাখেন। স্বাভাবিকভাবেই এই দুটি কেন্দ্রে আরো একবার উপ নির্বাচনের পরিস্থিতি এসে পরে। অন্যদিকে গোসাবা এবং খড়দহের তৃণমূল বিধায়ক দুজনেই নির্বাচনের পরবর্তীকালে মারা গিয়েছেন। এই অবস্থায় এই চারটি কেন্দ্রে জয় নিয়ে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি উভয়েই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষ করে বিজেপি দিনহাটা এবং শান্তিপুরের জয় ধরে রাখতে প্রবল চেষ্টা চালাচ্ছে। এই মুহূর্তে ট্রেন্ড রয়েছে চারটি কেন্দ্রই তৃণমূলের দিকে। দিনহাটায় 11 রাউন্ডের শেষে 91064 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ উদয়ন গুহ। গোসাবাতেও তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন 117036 ভোটে। শান্তিপুরের পঞ্চম রাউন্ডের শেষে 15548 ভোটে এগিয়ে সেখানকার তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। খড়দাতে চতুর্থ রাউন্ডের শেষে  তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এগিয়ে 18068 ভোটে।

সব মিলিয়ে বেলা যত বাড়ছে, ততই তৃণমূলের পাল্লা ভারী হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত এই চারটি কেন্দ্রেই যদি তৃণমূল জেতে, তাহলে রাজ্যে গেরুয়া শিবিরের প্রাসঙ্গিকতা যে অনেকটাই হারাবে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহলের অধিকাংশ। সেক্ষেত্রে বলা যায় একুশের বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে গেরুয়া শিবিরের যে পতন শুরু হয়েছিল তা এখনো অব্যাহত থাকবে। তবে কথায় বলে, সব ভালো যার, শেষ ভালো তার। তাই এখন দেখার শেষ হাসি কে হাসে?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!