এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন বিষয়ে বিশেষ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন বিষয়ে বিশেষ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা সংক্রমণ কালে দেশে প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিহারে। এরপর, করোনা সংক্রমণ কালে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে পারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। একদিকে রাজ্যের করোনা সংক্রমণ, অন্যদিকে রাজ্যের ক্রমবর্ধমান রাজনৈতিক সংঘর্ষ। সমস্ত বিষয় চিন্তা করে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন ৭ দফা বা তার চেয়েও বেশি দফায় হতে পারে বলে সূত্রে জানা যাচ্ছে। রাজ্যের ভোটকে নিরাপদ ও শান্তিপূর্ণ করার বিশেষ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গের ভোটের নির্ঘণ্ট ও এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। কিন্তু সঠিক সময়ে রাজ্যে ভোট হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। করোনা পরিস্থিতিতে নির্বাচন হতে চলেছে বলেই অধিক সতর্কতা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। একারণেই আগামী বিধানসভা নির্বাচন ৭ দফা বা তারও বেশি দফায় হওয়ার সম্ভাবনা আছে। এদিকে নির্বাচনের সময় যাতে করোনা সংক্রমণ নতুন করে না বৃদ্ধি পায়, সেদিকে চিন্তা ভাবনা করে বুথ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সামাজিক দূরত্ব মেনে কম সংখ্যক মানুষ যাতে একটি বুথে ভোট দেবার সুযোগ পেতে পারেন, সেদিকে চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন। এ কারণে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে। আবার, রাজ্যের ক্রমবর্ধমান রাজনৈতিক সংঘর্ষ চিন্তায় ফেলেছে নির্বাচন কমিশনকে। রাজ্যের ক্রমবর্ধমান রাজনৈতিক হিংসা, রাজনৈতিক সংঘর্ষ নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছে একাধিক বিরোধী শিবির। নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে বেশ কয়েকবার অভিযোগ করেছে বিজেপি, বামের মতো বিরোধী দলগুলি।

তাই শান্তিপূর্ন ভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একারণে, ৭ দফায় ভোট করার চিন্তা-ভাবনা চলছে নির্বাচন কমিশনের। সম্প্রতি রাজ্যে মোট ৭৭০০০ নির্বাচনি বুথ রয়েছে। সেটাকে বৃদ্ধি করে ১ লক্ষ পর্যন্ত করে করা হতে পারে বলে জানা যাচ্ছে। ২৮ হাজার বা তারও বেশি বুথ বাড়ানো হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। তবে, পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে প্রায় একই সময় আরও চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। সেকারণে কেন্দ্রীয় বাহিনীর যোগানের ওপর চাপ পড়তে পারে বলে আশঙ্কা করছে নির্বাচন কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!