এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা কতটা ভালো, পরিসংখ্যানসহ তুলে ধরলেন মমতা

রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা কতটা ভালো, পরিসংখ্যানসহ তুলে ধরলেন মমতা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ের উপরে হামলায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বিজেপি অভিযোগ করেছে যে, তৃণমূল আশ্রিত সমাজবিরোধীরাই এই বেনজির ঘটনা ঘটিয়েছে। গতকাল জে পি নাড্ডা সহ একাধিক বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে ইট, পাথর, বোতল ছোড়া হয়। এরপর এই ঘটনার প্রতিবাদে নামে বিজেপি।

বিজেপি অভিযোগ করেছে যে, রাজ্য জুড়ে চলছে জঙ্গল রাজ, রাজ্যের আইন শৃংখলার সম্পূর্ণ অবনমন ঘটেছে। বিজেপির এই অভিযোগের পর গতকাল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সার্বিক রিপোর্ট তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে, রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিজেপির অভিযোগ একেবারেই ভিত্তিহীন। একেবারে পরিসংখ্যান দেখিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে, রাজ্যের আইন শৃঙ্খলা যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে।

প্রসঙ্গত রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়ে বিরোধী শিবির বারবার অভিযোগ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযোগ তুলেছেন। এই অভিযোগ তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি রাজ্যকে হীরক রাজার দেশের সঙ্গে তুলনা করেছিলেন। এই সবকিছুর জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৃহস্পতিবার রাজ্যের আইন শৃঙ্খলা যে কতটা ভালো তা পরিসংখ্যান দিয়ে তুলে ধরলেন। তবে, বিরোধীরা মেনে নেয়নি তাঁর দাবি।

আপনার মতামত জানান -

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ও মেয়ো রোডের কৃষক আন্দোলনের মঞ্চ থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা যথেষ্ট ভাল বলে দাবি করেছেন। পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানালেন যে, গত, ২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে রাজনৈতিক হত্যার সংখ্যা ছিল ৬৬৩, কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংখ্যা তা কমে হয়েছে ১৫৩। তৃণমূল সরকারের সময়ে নারী নির্যাতনের সংখ্যাও যথেষ্ট হ্রাস পেয়েছে বলে তাঁর দাবি। তিনি জানালেন যে, ২০১২ সালে এই সংখ্যা ছিল ২০৪৬। তবে ২০১৯ সালে তা কমে দাঁড়িয়েছে ১০৬৮।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, শত চেষ্টা করেও পঞ্চায়েত নির্বাচনে হত্যা বন্ধ করতে পারে নি রাজ্য প্রশাসন। তবে তৃণমূল সরকারের সময় দুটি পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের রাজনৈতিক হত্যার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে বলে দাবি করলেন তিনি। এর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন যে, দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে দুবার স্বীকৃতি পেয়েছে রাজধানী কলকাতা।

অর্থাৎ মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বিরোধীরা যতই অভিযোগ করুক, পরিসংখ্যান বলে দিচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার পর রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!