এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের অস্বস্তি বাড়িয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বিরোধী দলনেতা

রাজ্যের অস্বস্তি বাড়িয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বিরোধী দলনেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে পরাস্ত করার পর বিরোধী দলনেতার পদে অভিষিক্ত হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আজ টুইট করে শুভেন্দু অধিকারী জানালেন যে, আজ তিনি সাক্ষাৎ করতে চলেছেন রাজ্যপালের সঙ্গে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন রাজ্যপালের সঙ্গে।

তাঁর এই টুইট সামনে আসার পরই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে। বিরোধী দলনেতার দায়িত্ব নেবার পর থেকেই যেভাবে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী, সেদিক থেকে বিচার করলে তাঁর রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। সম্প্রতি রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যপাল তীব্রভাবে সরব হয়েছেন। ভোট পরবর্তী হিংসা নিয়ে যেমন তিনি সরব হয়েছেন, তেমনি রাজ্যপাল অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি ছিল সম্পূর্ণ পরিকল্পনা মাফিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর ফলে রাজ্য- রাজ্যপাল সংঘাত তীব্র আকার ধারণ করেছে। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নির্বাচনের ফলাফলের পর থেকেই ক্রমাগত অত্যাচার, হত্যা, মহিলাদের উপরে নির্যাতন, ধর্ষণ, ঘরবাড়ি লুটপাট চলছে। এখনো যা বন্ধ হয়নি। লকডাউনের মধ্যেও যার বিরাম ঘটেনি। যা কোনোভাবে বন্ধ হয়নি অতিমারীর সময়েও। যশের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও যা অবিরাম চলেছে।

আবার, গতকাল রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদে নিয়োগের বিষয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে একাধিক টুইট করেছিলেন তিনি। যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে, রাজ্যে বিমুর্ত নাট্যর অভিনয় চলছে। মুখ্যমন্ত্রী নিজের অহমিকার কারণে দেশের প্রশাসন তন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দিচ্ছেন। তিনি প্রশ্ন করেছিলেন, আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কি এমন গোপন খবর জানেন, যে তাঁকে লুকিয়ে রাখতে এভাবে স্বর্গমর্ত তোলপাড় করে ফেলা হচ্ছে?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!