এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের অস্বস্তি বাড়িয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

রাজ্যের অস্বস্তি বাড়িয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যে শুরু হয়েছে ভোট-পরবর্তী সন্ত্রাস। বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে, বেছে বেছে তাদের কর্মীদের মারধর, হেনস্থা, বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট, এমনকি হত্যা করা হচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী জানা গেছে, নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সংঘর্ষে রাজ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। এবার ভোট পরবর্তী হিংসা বিষয়ে রাজ্য সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্যকে নোটিশ দিয়ে এর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলো। আগামী ৭ ই জুন এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। প্রসঙ্গত, রাজ্যে ভোট-পরবর্তী হিংসার কারণে প্রাণ হারানো দুজন বিজেপি কর্মীর পরিবার সুপ্রিম কোর্টে এর তদন্তের আবেদন জানায়। এই পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয় যে, ভোট-পরবর্তী হিংসার তদন্তের কাজ রাজ্যের তদন্তকারী সংস্থাকে না দিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁদের এই আবেদনের পর এ বিষয়ে রাজ্যের মতামত জানতে নোটিশ পাঠানো হয় রাজ্যকে। এরপর গতকাল আবার নতুন করে রাজ্যকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে রাজ্য সরকারকে। গতকাল ভোট পরবর্তী সন্ত্রাসের এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে জানানো হয় যে, রাজ্যের ভোট-পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখছে জাতীয় মহিলা কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন। এই দুই কমিশনকে মামলায় যুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।

আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এর প্রতিক্রিয়া দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে রাজ্য সরকারক। আগামী ৭ ই জুন এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। এদিকে ভোট পরবর্তী হিংসার কারনে এই রাজ্য ছেড়ে যারা অন্যত্র চলে গেছেন, মানবতার খাতিরে তাদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্যকে। এ বিষয়েও রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

ওয়াকিবহাল মহলের দাবি, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ যথেষ্ট অস্বস্তি বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে, এখন আর রাজ্যে কোন হিংসার পরিবেশ নেই। প্রশাসনের পদক্ষেপে সমস্ত কিছু শান্ত রয়েছে। সোশ্যাল মিডিয়াতে ফেক ভিডিও দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে, বিরোধীরা এই দাবি মেনে নেয় নি। আর এবার এ বিষয়ে রাজ্যকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!