এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যের বাকী পুর নির্বাচন কবে হবে? কি বলল নির্বাচন কমিশন?

রাজ্যের বাকী পুর নির্বাচন কবে হবে? কি বলল নির্বাচন কমিশন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচন, উপনির্বাচন মিটে গিয়েছে। এবার শুরু পুর নির্বাচন। তবে এই পুর নির্বাচন নিয়ে প্রথম থেকেই একাধিক বিতর্ক শোনা যাচ্ছে। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, কেন রাজ্যের সমস্ত জায়গায় একসাথে পুর নির্বাচন করা হচ্ছেনা? এই নিয়ে তাঁরা হাইকোর্টে একটি মামলাও দায়ের করেছে। আর সেই মামলার হলফনামায় এবার নির্বাচন কমিশন জানিয়ে দিল, পুরভোট নিয়ে তাদের চিন্তাভাবনা। আগামী উনিশে ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট হতে চলেছে।

কিন্তু রাজ্যের 113 টি পুরসভার ভোট বাকি থাকছে। সেই নির্বাচন কবে হবে তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল বিজেপি। এমনকি কলকাতা হাইকোর্টে তাঁরা মামলাও দায়ের করেছিল। আর সেই মামলার শুনানিতে পুরভোট নিয়ে চিন্তাভাবনা জানতে চেয়েছিল হাইকোর্ট। সোমবার একটি হলফনামা পেশ করেছে নির্বাচন কমিশন এবং জানিয়ে দিয়েছে, আগামী মে মাসের মধ্যে বাকি পুর ভোট করাতে প্রস্তুত কমিশন। তবে ছয় থেকে আট দফায় আগামী পুর নির্বাচনগুলি হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের সমস্ত পুরসভার ভোট একসঙ্গে করাতে হবে বলে দাবী তোলে বিজেপি। কিন্তু কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারি করার 24 ঘন্টার মধ্যে বিজেপি’র সুর বদল শুরু হয়। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার পুরভোট একসাথে না হলেও অসুবিধা নেই বলে জানান। কিন্তু গণনা একদিনে করতে হবে বলে দাবী তোলেন তিনি। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশন সোমবার হলফনামা দিয়ে জানিয়ে দেয়, 2022 এর মে মাসের মধ্যে বাকি পুরসভাগুলিতে ভোট করাতে প্রস্তুত তাঁরা।

কার্যত করোনা পরিস্থিতিতে ভোটারদের কথা মাথায় রেখে 6 থেকে 8 দফা ভোট করানো হবে। অন্যদিকে হাইকোর্টের তরফ থেকে পাল্টা জানতে চাওয়া হয় কমিশনের কাছে এপ্রিলে ভোট করানোর কথা বলা হলেও কেন রাজ্যের পুরভোট একমাস পিছিয়ে যাচ্ছে? কমিশন অবশ্য জানিয়েছে, সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে মে মাসের কথা বলা হচ্ছে। আপাতত কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজ্য সরকার কি মতামত দেয় সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!